October 6, 2025

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বলিউড তারকা হৃতিক রোশন, নেটপাড়ায় আলোচনা তুঙ্গে

সোমালিয়া ওয়েব নিউজ: হৃত্বিক রোশন দ্বিতীয়বার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। বলিপাড়া থেকে নেটপাড়ায় বেশ কয়েক দিন ধরেই চর্চায় সাবা-হৃত্বিক রোশনের প্রেমকাহিনি। এইবার সম্প্রতি শুরু হয়ে গিয়েছে তাঁদের বিয়ের জল্পনাও, একটি ট্যুইটে দাবি করা হয়েছে যে হৃতিক রোশন এবং তার বান্ধবী সাবা আজাদ এই বছর শেষের দিকে গাঁটছড়া বাঁধতে চলেছেন। ফলে জোর চর্চা নেটপাড়ায়।  হৃত্বিক ও সুজানের দুই সন্তান রেহান এবং হৃদান এখন অনেকটাই বড় হয়েছে। তাঁর প্রথম স্ত্রী সুজানের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের পর আবারও প্রেমে পড়েছেন অভিনেতা। অভিনেতার মনে জায়গা করে নিয়েছেন সাবা আজাদ। এর আগে ২০২২ সালের নভেম্বর মাসে, একটি সংবাদ মাধ্যম দাবি করা হয়েছিল যে  হৃত্বিক এবং তার প্রেমিকা সাবা ইতিমধ্যেই একত্রবাস শুরু করেছেন, যদিও তারপরে হৃত্বিক ট্যুইট মাধ্যমে জানান ‘এতে কোনও সত্যতা নেই, একজন পাবলিক ফিগার হিসাবে, আমি বুঝতে পারি যে আমি কৌতূহলের লেন্সের নীচেই থাকব…’
তবে এই তারকা বা তাঁর বান্ধবীর পক্ষ থেকে বিয়ের গুঞ্জন নিয়ে এখনও তেমন অফিশিয়াল কোনও  প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Loading