সোমালিয়া সংবাদ, পুরী: বড়দিনের ছুটিকে কেন্দ্র করে আবার নতুন করে সেজে উঠছে পুরীর সমুদ্র সৈকত। দীর্ঘ লকডাউন ও কোভিড পরিস্থিতির মন্দা কাটিয়ে আবার চেনা ছন্দে ফেরার চেষ্টা করছে মন্দির নগরীর পর্যটন ব্যবস্থা। ভ্রমণপিপাসু মানুষজন দীর্ঘদিন পরে আবার ভয় কাটিয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছেন। পুরীর সমুদ্র সৈকতে কিছুটা হলে আবার যেন সেই পরিচিত ছবি। দীর্ঘদিন পর বহু মানুষ একসঙ্গে সমুদ্রের জলে আনন্দে মেতে উঠেছেন। পুরীতে দীর্ঘদিন ধরে গাড়ির ব্যবসা করেন নীলাম্বর মহান্তি। তিনি জানালেন, তাঁর দুটি ছোট বাস ও দুটি ট্রেকার রয়েছে। এ বছরের মত খারাপ পরিস্থিতি আর কখনও হয়নি। তবে গত দিন দশেক ধরে আবার একটু একটু করে ব্যবসা শুরু হয়েছে। মানুষজন আসতে শুরু করেছেন। শুক্রবার প্রচুর মানুষ এসে পৌঁছেছেন। খুব ভাল লাগছে। আশা করছি আবার ব্যবসা ঘুরে দাঁড়াবে। বিভিন্ন রুটে ট্রেন চলাচল সীমিত থাকলেও যে ক’টি ট্রেন চলছে সেগুলিও ভিড়ে ঠাসা অবস্থায় এসে পৌঁছেছে। সমুদ্রসৈকতে দীর্ঘদিন ধরে অস্থায়ী ইমিটেশনের জিনিসপত্র বিক্রি করেন বৃদ্ধ রামসুন্দর জানা, তিনি বললেন, তিনদিন ধরে আমি দোকান খুলছি। আবার পর্যটকরা আসতে শুরু করেছে। তবে বিক্রি এখনও তেমন হচ্ছে না। আশা করছি এই ছুটিতে আবার মানুষজন আসবেন। কিছু হোটেল বন্ধ থাকলেও বিভিন্ন হোটেল ও রিসর্ট আবার খুলতে শুরু করেছে। হোটেল মালিক পবিত্র সাহু জানালেন, পর্যটক কম থাকায় হোটেলের ভাড়া প্রায় অর্ধেক করতে হচ্ছে। কিন্তু ঘুরে দাঁড়াতে গেলে এভাবে শুরু করা ছাড়া আর উপায় নেই। পুরী থেকে বিভিন্ন দর্শনীয় স্থান নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, কোনারক চিল্কা ইত্যাদি জায়গাতে ভাড়াও তুলনামূলকভাবে কম নিতে বাধ্য হচ্ছেন। তবুও আবার পর্যটকরা আসতে শুরু করায় আশায় বুক বাঁধছেন সৈকত শহরের ব্যবসায়ীরা।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল