সোমালিয়া সংবাদ, গোঘাট: গন্ডার সহ অন্যান্য বিলুপ্তপ্রায় প্রাণীদের বাঁচাতে সাইকেলে সচেতনতা যাত্রা শুরু করলেন ‘দ্য গ্লোবাল গ্রীন ফোর্স’-এর সদস্যরা। আসামের বনবিভাগের আমন্ত্রণে তাঁদের এই কর্মসূচি। এই দলে রয়েছেন ৭ জন সদস্য। তাঁদের মধ্যে এক মহিলা রয়েছেন। এছাড়া আছেন ৬৫ বছর বয়সী উত্তরপাড়ার অরুনাভ ভৌমিক। আর রয়েছেন পুড়শুড়ার প্রতিবন্ধী যুবক উজ্জ্বল ঘোষ। রবিবার যাত্রা শুরু করেছিলেন কলকাতা থেকে। সেদিন পুরশুড়াতে রাত্রিবাস করেন। এরপর সোমবার পৌঁছান গোঘাটে। সেখানে বৃক্ষপ্রেমী অসিত মুখার্জির বাড়িতে তাঁরা সময় কাটান। মঙ্গলবার সকালে আবার তাঁদের যাত্রা শুরু হয় গোঘাট থেকে। এখানে তাঁদেরকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বৃক্ষপ্রেমী অসিত মুখার্জী। এরপর বাঁকুড়া হয়ে তাঁরা আসামের দিকে রওনা দেন। বন্যপ্রাণীর পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন নিয়েও তাঁরা মানুষকে সচেতন করছেন। এই দলের সদস্য উজ্জ্বল ঘোষ বলেন, আমরা চাই আরও বেশি করে মানুষ এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করুক। একমাত্র তাহলেই এই পরিবেশকে আবারও সম্পূর্ণ দূষণের হাত থেকে রক্ষা করা যাবে। পাশাপাশি বাঁচানো যাবে লুপ্তপ্রায় বন্যপ্রাণীদেরও।
More Stories
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক
প্লাবনের আশঙ্কা ও প্রবল বৃষ্টির পূর্বাভাস: রাজ্য সরকারের সতর্কবার্তা