সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: বাংলার মানুষ চান সৌরভ গাঙ্গুলী বিজেপিতে আসুন। তিনি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত মানুষ। তারাকেশ্বরে বাবা তারকনাথ মন্দিরে পুজো দিতে এসে বললেন ‘ছোটবউ’ খ্যাত অভিনেত্রী তথা বিজেপি নেত্রী দেবিকা মুখার্জি। মঙ্গলবার তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন। তিনি জানান, মোদিজিকে দেখেই তাঁর রাজনীতিতে আসা। মোদীজিই তাঁর অনুপ্রেরনা। ২০১৫-তে রুপোলি পর্দা থেকে রাজনীতির মঞ্চে তিনি পা দিয়েছিলেন অঞ্জন চৌধুরীর ‘ছোটবউ’ চলচ্চিত্রের মাধ্যমে। বর্তমানে তিনি কলকাতা লেক গার্ডেন্সের ৯৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত কলকাতা কর্পোরশনের ভোটে ১০৯ নং ওয়ার্ডে ২৪ হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন তিনি। তিনি জানান, দল যেভাবে চাইবে সেভাবেই কাজ করবেন। তিনি কোনও দিনই দল পরিবর্তন করবেন না।
বর্তমানে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গেই দেবিকা মুখার্জি বলেন, সৌরভ গাঙ্গুলী বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার উপযুক্ত মানুষ। যদিও এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে বাংলার মানুষ চাইছেন ওনি বিজেপিতে আসুন। আমিও ব্যক্তিগতভাবে অন্তর থেকে চাই উনি বিজেপিতে আসুন।
More Stories
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক
প্লাবনের আশঙ্কা ও প্রবল বৃষ্টির পূর্বাভাস: রাজ্য সরকারের সতর্কবার্তা