সোমালিয়া সংবাদ, খানাকুল: অভিনব প্রচার কৌশলে খানাকুলে বঙ্গধ্বনি কর্মসূচিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন ‘নজিবুল ব্রিগেড’। বাড়ির উঠোন থেকে চাষের জমি সব জায়গায় পৌঁছে যাচ্ছেন আন্তরিকভাবে। স্থান করে নিচ্ছেন সাধারণ মানুষের মনে। এ প্রসঙ্গে উল্লেখ্য, খানাকুলে তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিমের নাম জানে না এমন মানুষ নেই বললেই চলে। যে কোন বিপদে আপদে তিনি মানুষের পাশে ছুটে যান। কেউ কোন সমস্যায় পড়লে তাঁর মুশকিল আসান হয়ে দাঁড়ান। জাতি-ধর্ম-বর্ণ এমনকি রাজনীতি বিশেষে সমস্ত মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য। তাঁর কাছে গিয়ে কাউকে ফিরতে হয় না হতাশ হয়ে। এবার তাঁর উপর দায়িত্ব পড়েছে রাজ্য সরকারের গত দশ বছরের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে খানাকুলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। যার পোশাকি নাম ‘বঙ্গধ্বনি’ কর্মসূচি। বর্তমানে মুন্সি নজিবুল করিম তৃণমূলের হুগলি জেলা সম্পাদক। আর তাঁর যোগ্য সেনাপতি নূরনবী মন্ডল ওরফে ময়না খানাকুল দু’নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি। এছাড়া তাঁর সঙ্গে রয়েছেন কার্তিক ইশর, ইলিয়াস চৌধুরী, অসীম সানকি, অনুপ মাইতি সহ দলের অসংখ্য নেতাকর্মী। শুধু তাই নয়, বহু অরাজনৈতিক ব্যক্তিত্বও তাঁর কর্মকাণ্ডের সাথী হয়ে থাকেন। গত কয়েকদিন এই নজিবুল করিমের হাত ধরে খানাকুলের মাটিতে বঙ্গধ্বনি কর্মসূচি অন্য মাত্রা পেয়েছে। তিনি যখন যেখানে উপস্থিত থাকছেন সেখানে নিজস্ব রীতিতে সাধারণ মানুষের মধ্যে দলের উন্নয়নকে তুলে ধরছেন। বাড়ির উঠোনে গিয়ে তিনি পরিবারের লোকের সঙ্গে হামানদিস্তায় মশলা তৈরি করছেন, মাঠের জমিতে চাষিদের কাছে গিয়ে কোদাল হাতে মাটি কোপাচ্ছেন, ফসলে প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করছেন, হাসপাতালের রোগীদের কাছে গিয়ে তাঁদেরকে ফল উপহার দিচ্ছেন এবং শারীরিক সমস্যার কথা শুনছেন। আর এ কাজে পিছিয়ে নেই তাঁর সেনাপতি নূরনবী মন্ডলও। তিনিও একইভাবে পৌঁছে যাচ্ছেন ঘরে ঘরে। ঝাড়া ধানের ধুলো পরিষ্কার করার জন্য কুলো দিয়ে ধান ওড়াতেও দেখা যাচ্ছে তাঁকে। এক কথায় মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে তাঁরা এক অভিনব আঙ্গিকে কর্মসূচিকে তুলে ধরছেন। আর মানুষও তাঁদের এই প্রচার কৌশলকে যে খুবই আন্তরিকভাবে গ্রহন করছে তা তাঁদের অভিব্যক্তিতেই পরিষ্কার।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি