সোমালিয়া ওয়েব নিউজ: জলে কুমির, ডাঙায় বাঘ। বাংলার এই প্রবাদটা সকলেরই জানা। কিন্তু জলে কুমির ছাড়াও আরও একটি প্রাণী যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং আক্রমণাত্মক হতে পারে তারই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি সংবাদ সোমালিয়া অনলাইন। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভিডিয়োটি দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানের।তবে এখানে বাঘ নয়, এক অসম লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে পশুরাজকে। সেই লড়াইয়ে কি জিতল ‘জঙ্গলের রাজা’? না কি হাল ছেড়ে পালাল? ভিডিয়োতে দেখা যাচ্ছে, খরস্রোতা নদীর মাঝে একটি বড় পাথরের উপর বসে রয়েছে একটি সিংহ। কী ভাবে ওই নদীর মাঝে পশুরাজ পৌঁছেছিল, তা অবশ্য জানা যায়নি। পড়ন্ত বেলা। ভিজে শরীরে একদৃষ্টে জলের দিকে তাকিয়ে পশুরাজ। নদী পার হওয়ার সুযোগ খুঁজছিল সেটি।
সবে নদীর জলে ঝাঁপাতে যাবে, ঠিক সেই সময়েই পশুরাজ দেখল জলের নীচ থেকে এক এক করে ভেসে উঠছে তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’রা। যে পাথরের উপর বসে ছিল পশুরাজ, সেই পাথরের চারপাশে ‘জলের যোদ্ধারা’ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে। বিপদ আঁচ করে পাথরের উপরই কিছু ক্ষণ চুপ করে পড়ে রইল সে। আর অপেক্ষা করছিল, কখন সেই জলহস্তীর দল ওই জায়গা ছাড়বে। আচমকাই একটি জলহস্তী পাথরের উপর উঠে পড়ে। তার পর পশুরাজের উপর ঝাঁপিয়ে পড়ে। কোনও রকমে সেটির হামলা থেকে নিজেকে বাঁচিয়ে প্রাণ বাঁচানোর জন্য নদীর জলে ঝাঁপ দেয় পশুরাজ। তার পর দ্রুত সাঁতার কেটে পারে ওঠে।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন