সোমালিয়া ওয়েব নিউজ: অভিনয়ের থেকেও রোজগার বেশি! ইনস্টাগ্রামের একটি পোস্টেই কামাল করেন ক্যাটরিনা।
ক্যাটরিনা কাইফ অভিনয় জগতের এক পরিচিত নাম। তিনি তাঁর ফ্যাশন সেন্স দিয়ে মাতিয়ে রাখেন ভক্তদের। ইনস্টাগ্রামে তার ফ্যানের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর তাই ইনস্টাগ্রাম এর একটি পোষ্টের জন্য ক্যাটরিনা নিয়ে থাকেন কয়েক কোটি টাকা। সম্প্রতি ক্যাটরিনা নতুন মাইলস্টোন ছুঁয়েছেন ইনস্টাগ্রামে। এই বিশেষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন তাঁর ফলোয়ার সংখ্যা ৭০ মিলিয়ন। আর সেই খবর নিজের একটি মিষ্টি ছবি পোস্ট করে দিলেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘আমার ৭০ মিলিয়ন ইনস্টা পরিবারের দিকে তাকিয়ে’।এই নতুন ছবিতে একেবারে ‘নো মেকআপ’ লুকে ক্যাটরিনা। নেই কোনও জমকালো পোশাক, না আছে মেকআপ, না দুর্দান্ত ডেকরেশন। তবুও তিনি নজরকাড়া। সাদা টি-শার্ট, ডেনিম জিন্সে তাঁর হাসিমুখের সেলফি মানুষের মন উজ্জ্বল করে দেবে।খুব ছোট থাকতেই মা-বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মায়ের সঙ্গে যুক্তরাজ্যে বেরে ওঠেন তিনি। তারপর মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করে পা রাখেন বলিউডে। তারপর প্রায় এক দশকের অভিনয় জীবনে কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার, পিপলস চয়েস, স্টারডাস্ট, আইফা, জি সিনে, স্টার স্ক্রিন, রাজীব গান্ধী অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার ঝুলিতে ভরেছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের পাশাপাশি তেলেগু ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন ক্যাটরিনা। এখন পর্যন্ত বহু ব্যবসাসফল ছবি এবং সাবলীল অভিনয় উপহার দিয়ে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল