সোমালিয়া ওয়েব নিউজ: পাকিস্তান বর্তমানে কাঙাল হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আয়রন ব্রাদার চিন হোক, কি বন্ধু দেশগুলোর মনভোলানোর চেষ্টা করা হোক, পাকিস্তান সর্বত্রই ভিক্ষার বাটি নিয়ে গিয়ে খালি হাতেই ফিরে এসেছে। এমনিতে চিনকে দেশের বেশিরভাগ অংশ বিক্রিই করে দিয়েছে তারা। এবার আরেক মুসলিম দেশ কাতারের কাছে নিজেদের বিমানবন্দর বিক্রি করে দেবে শাহবাজ শরীফের সরকার।সামনেই ভোট, আর ইমরান খান যেভাবে নিজের প্রচার সারছেন তাতে করে ত্রস্ত বর্তমান সরকার। আর সেজন্য তারা নিয়েছেন কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ। ধনী দেশগুলোকে নিজেদের সম্পত্তি, যেমন বিমানবন্দর, রাস্তা ইত্যাদি বেচে দিয়ে টাকা তুলতে চাইছে তারা। বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে মরণপন চেষ্টা করছে শাহবাজ শরীফের সরকার। যদিও তাতে লাভের লাভ যে মোটেই হচ্ছেনা সেকথা বলার অপেক্ষা রাখেনা।পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক জানান, ইসলামাবাদ এই বিষয়ে কাতারের সাথে আলোচনা চালাচ্ছে। তিনি জানান দেশের প্রধান তিন বিমানবন্দর, করাচি, লাহোর এবং ইসলামাবাদের আউটসোর্সিংয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতের কাছেও প্রস্তাব দিতে পারে তারা। তার ফলে নাকি পরিষেবা উন্নত হতে পারে আবার বিদেশ থেকে ডলারও লাভ হবে। আর সেই লোভেই এমন পদক্ষেপ তাদের।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু