সোমালিয়া ওয়েব নিউজ: খেলার জিনিস কিনতে গিয়ে মায়ের অ্যামাজন অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ হাজার ডলারেরও বেশি শপিং সেরে ফেলল ৫ বছরের খুদে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২ লক্ষ ৪৭ হাজার টাকা। চোখ কপালে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে আমেরিকার ম্যাসাচুসেটসে। মা অবশ্য প্রথমে কিছু বুঝতে পারেননি। পরে অ্যামাজন থেকে ই-মেল আসায় টনক নড়ে তাঁর।যে পাঁচ বছরের খুদে এই কাণ্ডটি ঘটিয়েছে তার নাম লিলা নিউনস। কী ভাবে এমন করল লিলা? স্থানীয় সংবাদমাধ্যমের কাছে লিলার মা জেসিকার জানান, মোবাইল নিয়ে নাড়াচাড়া করছিল মেয়ে। তিনি ভেবেছিলেন, বোধহয় ভিডিও গেম খেলছে। প্রথমে তাই বিষয়টিতে আমল দেননি। গত ২৭ মার্চ হঠাতই একটি ই-মেল পান জেসিকা। লেখা, তাঁর ‘কেনা’ সমস্ত জিনিস প্যাকিং করা হয়ে গিয়েছে। শিপিং-ও শেষ। জেসিকার চোখ কপালে! তিনি তো কোনও জিনিস কেনেননি। তা হলে কী এল? মায়ের কথায়, ‘অ্যামাজনের অর্ডার হিস্টরি খুঁজে দেখি আমি বা অন্য কেউ সেখান থেকে ১০টি সাইকেল-সহ বিপুল জিনিসপত্র কেনাকাটা করেছে।’ সব মিলিয়ে খরচ ৩ হাজার ডলারেরও বেশি। কিন্তু কে করল এমন? খোঁজ নিয়ে জেসিকা জানতে পারেন, কাণ্ডটি তাঁর ৫ বছরের কন্যা লিলার। ‘অ্যামাজন’-র ‘বাই নাও’ অপশন সিলেক্ট করে কেনাকাটা করেছে সে। খরচের বহর দেখে মায়ের মাথায় হাত। পড়ি কি মরি করে অর্ধেক অর্ডার বাতিল করেন জেসিকা। কিন্তু অনেক চেষ্টা করেও বাকি অর্ধেক অর্ডার বাতিল করতে পারেননি তিনি বলে জানা যায়।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন