সোমালিয়া ওয়েব নিউজ: ‘হায়েলি ১’-এর পর এ বার ‘হায়েলি ২’। আবার পরমাণু অস্ত্রবহনক্ষণ হামলাকারী ড্রোনের পরীক্ষা করল উত্তর কোরিয়া। সমুদ্রের নীচ দিয়ে হামলা চালাতে পারবে এই ড্রোন। শনিবার এই ড্রোনের পরীক্ষা করে শক্তিপ্রদর্শনের চেষ্টা করলেন প্রশাসক কিম জং উন।আগেই ‘হায়েলি ১’ ড্রোনের সফল পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। তার ঠিক এক সপ্তাহের মধ্যেই ‘হায়েলি ২’ ড্রোনের পরীক্ষা চালাল তারা। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র কেসিএনএ-তে দাবি করা হয়েছে, গত ৪-৭ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা চালানো হয়েছে। উত্তর কোরীয় ভাষায় ‘হায়েলি’ শব্দের অর্থ সুনামি। কেসিএনএ-তে আরও বলা হয়েছে যে, সমুদ্রের নীচ দিয়ে হামলা চালানোর ক্ষেত্রে নিজেদের শক্তিবৃদ্ধির চেষ্টা করা হচ্ছিল। অবশেষে তা সফল হল।কেসিএনএ-র প্রতিবেদন অনুযায়ী, ‘হায়েলি ২’ ড্রোনের রেঞ্জও বাড়ানো হয়েছে ‘হায়েলি ১’-এর তুলনায়। ৭১ ঘণ্টা ৬ মিনিটে ১০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে এই ড্রোন। এই ড্রোন পরীক্ষার ছবিও প্রকাশ করেছে কেসিএনএ। সমুদ্রের জলের নীচে কালো রঙের টর্পেডোর আকারে তৈরি করা হয়েছে এই ড্রোন।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর