October 6, 2025

‘পুষ্পা-২’-তে আল্লু অর্জুন নতুন রূপে আসতে চলছেন

সোমালিয়া ওয়েব নিউজ: বছর ঘুরলেও ‘পুষ্পা’-কে নিয়ে অনুরাগীদের মধ্যে এখনও উন্মাদনা রয়েছে। প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ‘পুষ্পা-দ্য রাইস’দ্বিতীয় পর্বের জন্য। আর এবার সেই উন্মাদনাতেই কার্যত অগ্নিতে ঘৃতাহুতি দিলেন ‘পুষ্পা-দ্য রুল’ এর নির্মাতারা। একটি ছোট্ট ভিডিও শেয়ার করে তাঁরা আঁচ দিলেন ‘পুষ্পা’-র জন্মদিনে আসতে চলেছে নতুন চমক।অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ঝড় তুলেছিল গোটা দেশের বক্স অফিসে। এই ছবির মুক্তির পর থেকেই দ্বিতীয় অংশের অপেক্ষায় অনুরাগীরা। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে ছবির। কিন্তু শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত ছবির যতটা অংশ শ্যুট হয়েছে তাতে বিশেষ সন্তুষ্ট নন পরিচালক সুকুমার। ফলে তিনি নাকি এখনের ফুটেজ মুছে ফেলে নতুন করে শুরু থেকে শ্যুটিং করার কথা ভাবছেন।সূত্র মারফত খবর, ‘পুষ্পা ২’-এর শ্যুটিং শুরু হবে অন্তত মাস তিনেক পর। ফলে বোঝাই যাচ্ছে ছবির মুক্তির তারিখও পিছিয়ে যাবে। অন্তত এই বছরে ছবির মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে। তবে ছবির শ্যুটিং স্থগিত হওয়া বা বন্ধ হওয়ার ব্যাপারে, বা মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার ব্যাপারে, নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে আজ যে ভিডিও নির্মাতারা শেয়ার করে নিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই পুষ্পাকে নিয়ে আসছে নতুন কোনও চমক।

Loading