October 6, 2025

বর ব্যান বাজিয়ে আসতেই কনের অভিনব কীর্তি দেখে হতবাক আত্মীয় স্বজন

সোমালিয়া ওয়েব নিউজ: সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের বিয়ের ভিডিয়োই ভাইরাল হয়। কখনও বর নতুন কনেকে কোলে তুলতে গিয়ে ফেলে দেয়। আবার কখনও বা বিয়ের মণ্ডপে হঠাৎ নতুন কনে নেচে ওঠে। তবে তার মধ্য়েও এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে আপনার মুখে হাসি আসতে বাধ্য। মন খারাপ থাকলেও ভাল হয়ে যায় এই সব ভিডিয়োগুলি দেখলে। তেমনই একটি বিয়ের আগের মুহূর্তের মিষ্টি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিয়ের সাজে বসে রয়েছে নতুন কনে, কখন বর আসবে সেই অপেক্ষায়। আর ঠিক সেই সময় বরের এন্ট্রি হয় মন্ডপে। সেই বাজনা শুনতে পেয়ে কনে ছুটে আসে বরকে দেখবে বলে। শুধু তাই নয়, বরের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। বরের কানে সেই আওয়াজ যেতেই তাকায় কনের দিকে। বারান্দায় দাঁড়িয়ে নতুন কনে এমন কিছু করে যা দেখলে আপনার মুখে হাসি চলে আসবে।ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাল লেহেঙ্গা পরে বারান্দায় দাঁড়িয়ে আছেন নববধূ। ব্যাকগ্রাউন্ডে কেউ একজন বলেছেন “বর এসেছে”। আর তা শুনতেই দৌড়ে বারান্দায় পৌঁছে যায় কনে, বরকে দেখবে বলে। কনেকে দেখেই বুঝতে পারবেন বরকে দেখার জন্য সে কতটা ব্যাকুল। সে বড়কে দেখা মাত্রই ‘চিনু-চিনু’ বলে ডাকতে শুরু করে। আর সেই ডাক শুনতে পেয়ে তাকাতেই , বারান্দায় দাঁড়িয়ে বড়ের দিকে চুমু ছুঁড়ে দেয় কনে।

Loading