October 6, 2025

ইতালির বৃহত্তম নদী পো, ২০২২ সাল থেকেই শুকোতে শুরু করেছে, উদ্বিগ্ন বৈজ্ঞানিকরা

সোমালিয়া ওয়েব নিউজ: পরিবেশ সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন ঘটনাকে তুলে ধরার পরেও মানুষ কোনওভাবেই সতর্ক হয়নি। আর এর ফলস্বরূপ একের পর এক ভয়াবহ ঘটনা ঘটে চলেছে পৃথিবী জুড়ে। আধুনিক পৃথিবী দেখাতে গিয়ে প্রতিটি দেশেই কোথাও চরম খরা, কোথাও ভয়াবহ বন্যা হয়েই চলেছে। আবারও একটি ভয়ঙ্কর ঘটনা সামনে আনলেন বিজ্ঞানীরা। ইতালির বৃহত্তম নদী পো, ২০২২ সাল থেকেই শুকোতে শুরু করেছে। ইতিমধ্যেই নদীর ৭৫ শতাংশ থেকে জল শেষ হয়ে গিয়েছে। গ্রীষ্মে এটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। বোলজানো ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট এজেন্সি জানিয়েছে যে, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার কারণে এমনটি ঘটছে। কিন্তু তাও কোনওভাবেই সতর্ক না মানুষ। সংস্থাটি বলছে, এই খরার কারণে ভয়াবহ আকার ধারণ করতে পারে পুরো এলাকায়। পো নদী তার গতিপথ বদলাতে পারে। বর্তমানে পো নদীতে ক্রুজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বোরেটো ব্রিজের নীচে স্ট্রাদিভারি শিপ ডকের চারপাশে শুধু বালি অবশিষ্ট আছে। নদী প্রায় বিলীন হয়ে গিয়েছে। ১৯৬ ফুট দীর্ঘ ক্রুজ যেটিতে ৪০০ জন মানুষ নদীতে যাতায়াত করত। সে এখন একটি জায়গায় দাঁড়িয়ে আছে। বর্তমানে নদীর প্রবাহ প্রতি সেকেন্ডে ৯২ হাজার গ্যালন, যা ২০২২-এর জুনের তুলনায় কম। গত বছরের (২০২২) জুনে সেখানকার আবহাওয়া ছিল সবচেয়ে উষ্ণ।

Loading