October 6, 2025

প্রাসাদ ছেড়ে তিন কামরার ছোট্ট বাড়িতে থাকছেন ধনকুবের এলন মাস্ক

সোমালিয়া ওয়েব নিউজ: প্রাসাদ ছেড়ে ৩ কামরার ছোট্ট বাড়িতে থাকছেন ধনকুবের এলন মাস্ক! অতীতে বিশ্বের ধনীতম ব্যক্তিকে দেখে হতবাক বিশ্ব।একপ্রকার বিশ্ববাসীকে চমকে দিলেন ধনকুবের এলন মাস্ক। টেসলা এবং স্পেস এক্স-এর সিইও তথা বিশ্বের ধনীতমদের মধ্যে অন্যতম মাস্ক সম্প্রতি থাকতে শুরু করেছেন ছোট্ট একটি গেস্ট হাউসে। টেক্সাসের বোকা চিকা এলাকায় ওই গেস্ট হাউসের আয়তন মাত্র ৩৭ বর্গমিটার। তাঁর স্পেস এক্স প্রধান কার্যালয়ের কাছেই ওই গেস্ট হাউসে আপাতত ঠাঁই নিয়েছেন এলন মাস্ক। যে ছোট্ট ফ্ল্যাট প্যাক হাউসে তিনি থাকছেন এখন, তার পোশাকি নাম ক্যাসিটা।ট্যুইটারে মাস্ক জানিয়েছেন যে বাড়িতে এখন তিনি আছেন, তার জন্য প্রতি মাসে তাঁর খরচ হয় ৫০ হাজার ডলার। এই বন্দোবস্ত তাঁর দারুণ লাগে। ইদানীং নিজের স্থাবর সম্পত্তি প্রায় সবই ছেড়ে দিচ্ছেন মাস্ক। ক্যালিফর্নিয়ার তাঁর ৬ টা প্রাসাদোপম বাড়িও আছে সেই তালিকায়।কিন্তু কেন। রহস্য ঘনিভূত হলেও এটাই সত্যি।আসলে ধনী মানুষদের বিভিন্ন সময় বিভিন্ন খেয়াল থাকে।তারা কখনও শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে আবার কখনও বিলাস বহুল আলিশান প্রাসাদে থাকতে ভালো বাসেন।ঘটনা যাই হোক বিশ্বের এক সময়ের অন্যতম ধনকুবের তিন কামড়া ঘরে থাকা, সত্যি বিস্ময়কর ঘটনা।

Loading