October 6, 2025

মণিপুরের বেশ কিছু এলাকায় কারফিউ জারি

সোমালিয়া ওয়েব নিউজ: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ক্ষুদ্র গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হবার পর রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। রাজ্যটির কিছু এলাকায় সহিংস ঘটনা ঘটার পর সেখানে কারফিউ জারি করা হয়। কিছু এলাকায় পাঁচদিনের জন্য মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী বিক্ষুব্ধ এলাকাগুলোতে ফ্ল্যাগ মার্চ করে।রাজ্যের মেইতেই সম্প্রদায়- যারা মণিপুরের জনসংখ্যার কমপক্ষে ৫০ শতাংশ- তারা তপশিলি উপজাতি (এসটি) হিসেবে শ্রেণীভুক্ত হবার জন্য গত কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছিল।
ভারতে যেসব সম্প্রদায় ঐতিহাসিকভাবে সমান সুযোগসুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে তাদেরকে এসটি শ্রেণীভুক্ত করে তাদের জন্য সরকারি চাকরি, কলেজে ভর্তি ও নির্বাচিত জনপ্রতিনিধির আসন সংরক্ষণ করা হয়।গত মাসে মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মেইতেই সম্প্রদায়ের দাবি বিবেচনার নির্দেশ দেয়। কিন্তু রাজ্যের অন্য নৃগোষ্ঠীগুলোর মধ্যে এতে উদ্বেগ সৃষ্টি হয় যে, মেইতেইদেরকে এসটি মর্যাদা দেওয়া হলে তাদের চাকরির জন্য তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।এর প্রতিবাদ জানাতে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নের ডাকা এক মিছিলে হাজার হাজার লোক যোগ দেয়। সুত্র থেকে জানা গিয়েছে, চুড়াচান্দপুর জেলায় সমাবেশে আসা বিক্ষোভকারীদের সাথে আরেকদল লোকের সংঘর্ষ শুরু হয়। এর পর বিষ্ণুপুর এবং আরও কয়েকটি এলাকা থেকেও সংঘর্ষের খবর পাওয়া যায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, গত ২৪ ঘণ্টা ধরে কিছু সংঘর্ষ-ভাংচুরের খবর পাওয়া গেছে, এবং রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থা নিচ্ছে।

Loading