সোমালিয়া ওয়েব নিউজ: গ্রাম কিংবা শহরাঞ্চল বর্তমান সময়ে প্রতিটি ক্ষেত্রেই হাজার হাজার মানুষ বসবাস করেন। এমনকি, শহরাঞ্চলে তো আবার ভিড় সামলাতে গড়ে উঠছে বহুতল আবাসন । যেখানে একসাথে বিপুলসংখ্যক মানুষ বসবাস করতে পারেন। আমাদের দেশেও এখন বড় বড় শহরগুলিতে এই রেশ দেখা গিয়েছে। তবে, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বহুতল আবাসনের বিষয় উপস্থাপিত করব যেটি ইতিমধ্যেই এক অনন্য রেকর্ড তৈরি করেছে। যা জানার পর অবাক হয়ে যাবেন প্ৰত্যেকেই।মূলত, ওই আবাসনে একইসাথে ২০ হাজারেরও বেশি মানুষ বসবাস করেন। অর্থাৎ, বসবাসের দিক থেকে বড় বড় শহরকেও খুব সহজেই টেক্কা দিতে পারে ওই আবাসন। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে এই আবাসনটি কোথায় অবস্থিত রয়েছে? সামনে এসেছে সেই উত্তরও। একটি টুইটার পোস্ট অনুসারে জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল আবাসিক ভবনটি চিনের হ্যাংঝুতে (Hangzhou) অবস্থিত। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সেখানে ২০ হাজারেরও বেশি মানুষ একসাথে বসবাস করেন।১,৫০০ বর্গফুটের প্রতিটি ফ্ল্যাট: এদিকে, টুইটার ব্যবহারকারী ড্যানিয়েল ফেল্ডম্যানের মতে, হ্যাংঝুতে স্থিত এই ভবনের ফ্ল্যাটগুলো ছোট নয় বরং বেশ বড় এবং বিলাসবহুল। প্রতিটি ফ্ল্যাট কমপক্ষে ১,৫০০ বর্গফুটের। পাশাপাশি, ফ্ল্যাটের ভাড়া ৩০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৪৫ লক্ষ টাকা) বলেও দাবি করা হচ্ছে। এদিকে, কিছু মিডিয়া রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে সেখানে ৩০,০০০ এরও বেশি মানুষ বাস করেন। কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। চিনের কিছু পাবলিকেশন্স অবশ্য জানিয়েছে যে সেখানে ১০ হাজার থেকে ২০ হাজার মানুষ বসবাস করেন।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু