সোমালিয়া ওয়েব নিউজ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যারা সেলিব্রেটি হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন তানজানিয়ার কিলি পল। তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে তার ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজে সব সময় নজর রাখেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। আবার অন্য দিক দিয়ে বিচার করলে কিলি পলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ভারতবর্ষেই। তানজানিয়ার বাসিন্দা হলেও তিনি প্রতিনিয়ত মন জয় করে চলেছেন ভারতের কোটি কোটি নাগরিকদের।কিলি পল এবং তার বোন এইভাবে প্রতিনিয়ত ভারতীয়দের মন জয় করার পিছনে রয়েছে তাদের ভারতীয় গান-বাজনার প্রতি আকর্ষণ। সোশ্যাল মিডিয়ায় তারা যে সকল গান ভিডিও আপলোড করে থাকেন তার মধ্যে বড় অংশের নাচ দেখা যায় বলিউডের বিভিন্ন গানের উপর ভর করে। শুধু বলিউড নয় পাশাপাশি বাংলা গানের ক্ষেত্রেও তাদের আকর্ষণ যথেষ্ট ভাবে নজরে আসে।বীরভূমের দুবরাজপুর ব্লকের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান যখন ভাইরাল হয়েছিল তখন সেই গানেও তাদের নাচ করে সোশ্যাল মিডিয়া মাতাতে দেখা গিয়েছিল। আর এবার একইভাবে কিলি পল সোশ্যাল মিডিয়া মাতালেন সম্প্রতি জনপ্রিয় ‘সাদা সাদা কালা কালা’ গানে। তার স্পষ্ট বাংলা উচ্চারণ আরও বেশি মুগ্ধ করেছে বাঙালিদের।আফ্রিকান সোশ্যাল মিডিয়া স্টার কিলি পল ‘বাংলাদেশি ভাইব, বাংলাদেশের কেউ আছেন নাকি?’ এমন কথা লিখে সাদা সাদা কালা কালা গানের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করেছেন। এই গানটি আপলোড করে এতটাই মন জয় করে নিয়েছেন কিলি পল যে হাওয়া সিনেমার চান মাঝি অর্থাৎ চঞ্চল চৌধুরী নিজেই ওই ভিডিওটি শেয়ার করেছেন।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু