October 6, 2025

এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির সাকার মাছ

সোমালিয়া ওয়েব নিউজ: বাংলাদেশের কুড়িগ্রামে ধরলা নদীতে এক যুবকের জালে সাকার মাছ ধরা পড়েছে। এ অঞ্চলে অপরিচিত বলে মাছটি দেখতে উৎসুক লোকজন জড়ো হন।খবর পেয়ে সরকারিভাবে নিষিদ্ধ মাছটি দ্রুত মেরে ফেলার পরামর্শ দেন কুড়িগ্রাম জেলার এক মৎস্য কর্মকর্তা।কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নয়ারহাট এলাকার ধরলা নদীতে ইউনুস আলী নামের এক যুবকের জালে মাছটি ধরা পড়ে।প্রথমে চিনতে না পেরে মাছটি দেখতে আসা কেউ কেউ ‘আন্ধারি শোল’ বা ‘উড়ুক্কু’ মাছ নামে ডাকেন। পরে ইউনুস আলী মাছটি তার বাড়ির পুকুরে এনে ছেড়ে দেন।মৎস্য অধিদপ্তর বলছে, সাকার দেশীয় প্রজাতির মাছের ডিম ও রেণু খেয়ে মাছের বংশবিস্তারে ক্ষতিকর প্রভাব ফেলে। এ মাছ যে কোনো পরিবেশে বাঁচতে পারে এবং দ্রুত বংশবৃদ্ধির কারণে দেশীয় প্রজাতির মাছের সঙ্গে খাদ্য ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা করে। মাছটি খাওয়া যায় না। সর্বোপরি সাকার মাছ জলজ জীববৈচিত্র্য নষ্ট করে। ফলে গত বছরের সেপ্টেম্বরে মাছটি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।ইউনুস আলী বলেন, “মাছটি জালে উঠার পর প্রথমে আমরা কেউ চিনতে পারি নাই। এলাকার মানুষ এসে একেক নাম বলছিল। পরে মাছটি পুকুরে ছেড়ে দিয়েছি। যদি মাছটি রাক্ষুসে বা ভয়ংকর হয়, তাহলে আজকেই মাছটি পুকুর থেকে তুলে মেরে ফেলা হবে।”

Loading