সোমালিয়া ওয়েব নিউজ: গত কয়েক বছর ধরে দুর্গাপুরের বুকে যেভাবে বিভিন্ন মনীষীর জন্মদিনকে কেন্দ্র করে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে তাতে খুব শীঘ্রই এই শহর সুস্থ সাংস্কৃতিক চর্চার পীঠস্থান হিসাবে গণ্য হবে তাতে সাংস্কৃতিক প্রেমী দুর্গাপুরবাসীর মনে কোনো সন্দেহ নাই। শুধু মনীষীদের জন্মদিন পালন নয়, মাঝে মাঝে এখানে সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজনও হয়ে থাকে। অনুষ্ঠানগুলি কখনো ঘরোয়াভাবে কখনো সামগ্রিকভাবে আয়োজিত হয়।
নবীন থেকে প্রবীণ এবং সঙ্গে শিশুশিল্পী – প্রায় পঞ্চাশ জন শিল্পীর উপস্থিতিতে শহরের সুপরিচিত শিল্পী তরুণ সাহা, চন্দন পাল ও শুভ্রা পালের উদ্যোগে গত ১১ ই জুন দুর্গাপুরের বি-জোন টাউনশিপে শুভ্রা দেবীর বৈঠকখানায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালিত হয়।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিল্পী তরুণ সাহা। তাকে সহযোগিতা করেন অন্যান্যরা। উপস্থিত শিল্পীরা একে একে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান। নজরুল গীতি, নৃত্য ও আবৃত্তি পাঠের সঙ্গে সঙ্গে সঙ্গে কবির জীবনের নানা দিক নিয়ে ভাবগম্ভীর অথচ মননশীল আলোচনা – সব মিলিয়ে পাঁচ ঘন্টা ব্যাপী এক উপভোগ্য সান্ধ্য অনুষ্ঠানের সাক্ষী থাকার সুযোগ পায় উপস্থিত শ্রোতারা।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক