October 5, 2025

নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় বিশেষ পর্যবেক্ষক পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

সোমালিয়া ওয়েব নিউজ: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। এমনই এক আবহে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় বিশেষ পর্যবেক্ষক পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন। এরই পাশাপাশি এও জানানো হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেই বাংলায় বিশেষ পর্যবেক্ষক পাঠানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।জাতীয় মানবাধিকার কমিশনের তরফেও এও জানানো হয়েছে যে, পঞ্চায়েত ভোটে রাজ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।তাই সম্ভাব্য অশান্তিপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করার পাশাপাশি এলাকা সরেজমিনে খতিয়ে দেখে মানবাধিকার পরিস্থিতি বিবেচনা করবেন জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক। পর্যবেক্ষক হিসেবে আসা কমিশনের ডিজি (তদন্ত) বিভিন্ন এলাকা ঘুরে স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত করবেন। রাজ্যের মুখ‌্যসচিব ও ডিজিকে তাঁকে সহযোগিতা করতে হবে। কোথায় কী ব‌্যবস্থা নেওয়া হয়েছে, তা দু’সপ্তাহের মধ্যে জানাতে হবে।
অন্যদিকে, মনোনয়ন পর্ব ঘিরে বিভিন্ন মহল থেকে অশান্তির অভিযোগ ওঠায় নিরাপত্তা আরও কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশনও। সোমবার থেকে প্রতিটি মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটার পর্যন্ত জারি হয়েছে ১৪৪ ধারা। এছাড়া অনেককে নিয়ে মনোনয়ন পেশ করতে যাওয়া যাবে না বলেও কমিশন নির্দেশিকা জারি করেছে। একইসঙ্গে প্রার্থীর সঙ্গে একজনের বেশি কেউ মনোনয়ন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশিকায় উল্লেখ করেছে কমিশন। ১২ জুন, সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এটা বহাল থাকবে। প্রতিটি জেলার পুলিশ কমিশনার, জেলা সুপারকে বিষয়টি নিশ্চিত করতে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।রাজ্য নির্বাচন কমিশনে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা।নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনার খবর আসছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের নানান জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। এমনকী মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনাও সামনে এসেছে। কখনও শাসকদল ও বিরোধীদের মধ্যে ঝামেলা, আবার টিকিট না পাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জায়গা। এবার অশান্তি রুখতেই কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন।এদিকে সব মিলিয়ে ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনের অশান্তির কথাই যেন উস্কে দিয়েছে ২০২৩-এও।আর তা থেকে শিক্ষা নিয়ে এমন সিদ্ধান্ত জাতীয় মানবাধিকার কমিশনের।

Loading