সোমালিয়া ওয়েব নিউজ: ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে । শুরু হয়েছে ভারী বৃষ্টির দাপট। এদিকে দক্ষিণবঙ্গে এখনও অবধি পাকাপাকিভাবে বর্ষার প্রবেশ ঘটেনি। দু’এক পশলা বৃষ্টি হয়েছে খানিক। সেইসঙ্গে পাল্লা দিয়ে চলছে তাপপ্রবাহ।এদিকে বর্ষাকাল মানেই বৃষ্টি, হাওয়ার অপেক্ষা করেন মানুষ, সেই সঙ্গে পাল্লা দিয়ে অপেক্ষা করেন ইলিশ মাছের (Ilish)। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ভাজা ইলিশ উফফ কত রকম পদ হিয় এই মাছ দিয়ে।কী আপনার জিভেও জল চলে এল তো? বৃষ্টি হোক বা না হোক, কিন্তু এই ইলিশের অপেক্ষা তো সকলেই অধীর আগ্রহে করেন। এখনো অবধি বর্ষার ইলিশ বাঙালির পাতে পরেনি বটে। কিন্তু এরই মাঝে মিলল পেল্লাই ইলিশের খোঁজ।হ্যাঁ বর্ষার মরশুমের প্রথম ইলিশ উঠল তাও আবার দিঘায় মৎস্যজীবীদের জালে উঠেছে মাছ। কিন্তু মাছ তো উঠেছে ঠিক আছে, তবে এই মাছের দাম কত জানেন? এই দাম শুনলে আপনার মাথা কিন্তু ঘুরে যেতে বাধ্য বৈকি।জানা গিয়েছে, বর্তমানে সমুদ্রে মৎস্য শিকারে বেরিয়েছে প্রায় ৩ হাজার লঞ্চ-ট্রলার। গভীর সমুদ্র থেকে সেগুলি ফিরতে আরও দিন কয়েক সময় লাগবে। এদিকে অগভীর সমুদ্রে জাল ফেলছে কিছু ছোট নৌকা ও ভুটভুটি। আশাহত কিন্তু হচ্ছেন না মৎস্যজীবীরা। জাল ফেলতেই বরং উঠে এসেছে বহু মাছ। যার মধ্যে রয়েছে ইলিশ, পমফ্রেট, চিংড়ি, ভোলা ও আরও কত কী। আর যাদের মধ্যে সকলের নজর কেড়েছে ইলিশ মাছ। এক কথায় বলে চলে মাছেদের এক মহা তারকা।এদিকে এই মাছ দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। মৎস্যজীবীদের জালে জড়িয়েছিল সীমিত সংখ্যক ইলিশ। আজ দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে শুরু হয়েছিল মাছ বিক্রি। যদিও বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। আর যে কটা ছিল তার মধ্যে বিক্রি হচ্ছিল ইলিশ। তবে এগুলির ওজন ছিল কিলোখানেকের কাছাকাছি। তবে দাম কিন্তু আকাশছোঁয়া। এক কেজি এক হাজার টাকার উপরে।ইলিশ গুলির দাম হাজার টাকার ওপর। যা কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন ইলিশপ্রেমী বাঙালি। তবে বেশিদিন এমন পরিস্থিতি থাকবে না বলেও আশা করছেন মাছ ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যজীবীরা।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক