সোমালিয়া ওয়েব নিউজ: কলকাতার ইতিহাসে নয়া মুকুট। যা রাজ্যের ইতিহাসেও প্রথম। মহানগরে মাটির তলা থেকে উদ্ধার হল ব্রিটিশ নৌসেনার ব্যবহৃত নেভাল কামান। রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের উদ্যোগে বুধবার কাশীপুরে গঙ্গার পাড় সংলগ্ন স্ট্র্যান্ডব্যাঙ্ক রোড থেকে সেটি উদ্ধার হয়েছে। যা লম্বায় ৬ ফুট ৮ ইঞ্চি। পিছনের নাক সহ লম্বায় ৭ ফুট। অক্ষত অবস্থায় রয়েছে কামানের দু’পাশের দু’টি কানও। এমনকী, পিঠের দিকে রয়েছে লক্ষ্যবস্তুকে ‘এম’ করার একটি উঁচু পয়েন্ট। সেটিও অক্ষত রয়েছে।
মঙ্গলবার কাশীপুরে একটি ব্রিটিশ আমলের কামান উদ্ধারে গিয়েছিলেন বিপ্লববাবু। বাসিন্দাদের মুখ থেকে তিনি শোনেন, পাশেই একটি পাইপ জাতীয় কিছু এক ফুট বেরিয়ে রয়েছে। তিনি পরিদর্শন করে বুঝতে পারেন, এটি নতুন ধরনের কামান। অনুমতি নিয়ে বুধবার সকাল থেকেই শুরু হয় মাটি খোঁড়ার কাজ। বিপ্লববাবুর সঙ্গে দিনভর হাজির ছিলেন রাজ্যের কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন। ছিল নর্থ পোর্ট থানার পুলিসও। বিকেলের পর ক্রেন জাতীয় বড় হাইড্রা মেশিন দিয়ে কামান তোলা হয়। বিপ্লববাবু বলেন, কাশীপুরে দু’টি কামান উদ্ধার হল। একটি ব্রিটিশ আমলের ৫ ফুট ৮ ইঞ্চির এবং অন্যটি ব্রিটিশ নৌসেনার ৬ ফুট ৮ ইঞ্চির নেভাল কামান। কলকাতার ইতিহাসে এই কামান একটি নয়া মুকুট। কারণ, রাজ্যে প্রথমবার এই নেভাল কামান পাওয়া গেল। এটি কলকাতার ‘স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে’ রাখা হবে। অমিতাভবাবু বলেন, ব্রিটিশ আমলের যে ৫ ফুট ৮ ইঞ্চির কামানটি পাওয়া গিয়েছে, তা সেনার বাতিল কামান। দু’টি কান কাটা রয়েছে। কিন্তু, এই নেভাল কামানটির ঐতিহাসিক গুরুত্ব অনেক। কারণ, এই কামানটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। রাজ্যের কোথাও এই ধরনের কামান নেই। ফলে, কামানের ইতিহাসের ক্ষেত্রে একটি অবশ্যই নয়া মুকুট। বড় সাফল্য। দেশের অন্যান্য কোথাও এই নেভাল কামান আছে কি না সন্দেহ।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক