October 5, 2025

ইলিশ ধরতে গিয়ে ছয় কুইন্টালের হাঙ্গর ধরা পড়লো জালে

সোমালিয়া ওয়েব নিউজ: ব্যান পিরিয়ড উঠে যাওয়ার পর এখন মৎস্যজীবীরা পাড়ি দিচ্ছেন সমুদ্রে, মহাসমুদ্রে মাছ ধরার জন্য। এদিকে হাজার হাজার ট্রলার মাছ ধরার জন্য মহাসমুদ্রে পাড়ি দিতেই উঠে আসছে একের পর এক দামি দামি মাছ। ঠিক সেই রকমই এবার দীঘায় উঠে এলো ইলিশের সঙ্গে ৬ কুইন্টালের হাঙ্গর। প্রতিবছরই দেখা যায় দীঘা সহ বিভিন্ন মোহনায় যে সকল মৎস্য বাজার রয়েছে সেখানে বছরের বিভিন্ন সময় নানান ধরনের নামিদামি মাছ মৎস্যজীবীদের জালে পড়ে আসতে। এই দিন কয়েক আগেই বিরাট একটি শঙ্কর মাছ জালে উঠেছিল দীঘায়। আবার কিছুদিন আগেই জালে উঠেছিল বেশ কয়েকটি তেলিয়া ভোলা মাছ। এই সকল মাছ মৎস্যজীবীদের পকেটে মোটা অঙ্কের টাকা পুড়তে সাহায্য করে।
জানা যাচ্ছে, যে সকল ট্রলার ইলিশ সহ অন্যান্য মাছ ধরার জন্য মহাসমুদ্রে পাড়ি দিয়েছিল তাদের মধ্যেই একটি ট্রলারে এই বিশালাকার হাঙরটি ধরা পড়ে। তারপরই সেই হাঙরটিকে আনা হয় দীঘার মোহনায়। সেখানে যে মৎস্য বাজার রয়েছে সেই মৎস্য বাজারে মাছটির নিলামের জন্য রাখা হয়েছে। শনিবার এমন বিশাল হাঙ্গর বাজারে আনা হলেও ঠিক সেটি কত দামে বিক্রি করা হয়েছে তা জানা যায়নি।গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় নানান ধরনের নতুন নতুন মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়তে দেখা যাচ্ছে। এই যেমন দুদিন আগেই উত্তর দিনাজপুরে ধরা পড়ে একটি দানবের মতো বাঘা মাছ। অন্যদিকে দিঘার মৎস্যজীবীরা গত কয়েকদিন ধরেই দফায় দফায় টন টন ইলিশ মাছ মহা সমুদ্র থেকে নিয়ে আসছেন। এরই মধ্যে এই হাঙ্গর।ইলিশ ধরতে যাওয়ার ট্রলারে এমন হাঙ্গর মাছটি ধরা পরার পর যখন সেটি দীঘার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে আনা হয় তখন সেই হাঙ্গর দেখতে ভিড় জমান একের পর এক পর্যটকরা। তারপর সেই মাছ ঘিরে চলতে থাকে সেলফি তোলার হিড়িক। সচরাচর দীঘায় আসার পর্যটকদের এত বড় হাঙ্গর স্বচক্ষে দেখার সুযোগ খুব কমই মিলে।

Loading