সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের ৫০ লক্ষের বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। যাত্রীরা মূলত দেশের বিভিন্ন স্টেশনের উপর নির্ভর করে যাতায়াত করেন। এই পরিস্থিতিতে স্টেশনগুলিতে যাতে যাত্রীদের কোনরকম অসুবিধা না হয় তার জন্য নানান পরিষেবা প্রদান করা হয়ে থাকে। এই পরিষেবা প্রদানের নিরিখেই এবার রাজ্যের অন্যতম শতাব্দী প্রাচীন রেলস্টেশন হাওড়া রেল স্টেশন পেল স্বর্ণপদক।এমন অনন্য সম্মান দেওয়া হয়েছে হাওড়া রেল স্টেশনকে। পরিষেবা প্রদানের ভিত্তিতে নির্ভর করে হাওড়া রেল স্টেশনকে সিআইআই-আইজিবিসি গোল্ড রেটিং প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন সোনার মেডেল দেওয়া হয়। পূর্ব রেলের ম্যানেজারের উপস্থিতিতে এই পদক দেওয়া হয়।এযাবৎ হাওড়া স্টেশন সিলভার মেডেলিস্ট ছিল, কিন্তু এখন হাওড়া রেল স্টেশন সিলভার মেডেলিস্ট থেকে গোল্ড মেডেলিস্টে রূপান্তরিত হলো। প্রতিদিন প্রায় ৬.৫ লক্ষ যাত্রী হাওড়া রেল স্টেশন থেকে যাতায়াত করে থাকেন। বিপুল পরিমাণ এই যাত্রীদের যাতায়াতের ভিড় সামলে এইভাবে গোল্ড মেডেল পাওয়া হাওড়া স্টেশনের কাছে একেবারেই আলাদা প্রাপ্য।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক