সোমালিয়া ওয়েব নিউজ: সাধারণত মানুষ একবারই ধুমধাম করে বিয়ে করে নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। ভালোবাসার মানুষটিকে নিজের করে পায়। কিন্তু বর্তমানে মানুষের জীবনে একাধিক বিয়ের ঘটনা হামেশাই দেখা যায়। শুনলে সত্যি অবাক হতে হবে যে, যমুনা ঢাকি সিরিয়ালের অভিনেত্রী ইন্দ্রাক্ষি দে মোট ১৫ টি বিয়ে করেছেন।
যমুনা ঢাকি সিরিয়ালে অভিনেত্রী ইন্দ্রাক্ষির চরিত্রের নাম হলো আর্যা। সম্প্রতি ইন্দ্রাক্ষি দে কে দেখা গিয়েছে টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যের সাথে আড্ডায় মশগুল অবস্থায়। সেখানে তার এই ১৫ বার বিয়ের প্রসঙ্গটিও উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী। ওই আলাপ চারিতাতেই ইন্দ্রাক্ষির বলেন যে, বিয়েই তার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত। বিয়ে করে তার জীবনে কাল নেমে এসেছে।এই পর্যন্ত পড়ে কি ভাবছেন অভিনেত্রী ইন্দ্রাক্ষি দে সত্যিই ১৫ বার বিয়ে করেছেন? এতবার বিয়ে করা কি মুখের কথা? হ্যাঁ ব্যাপারটি সত্যি ঠিকই, কিন্তু বাস্তব জীবনে নয়। ১৫ টি বিয়ে তিনি করেছেন কিন্তু সেটা বাস্তব জীবনে না করে অভিনয়ের কারণে করেছেন। আসলে সিরিয়ালে অভিনয়ের সূত্রেই তাকে পনেরো বার বিয়ের অভিনয় করতে হয়েছে। সিরিয়ালের জন্যই তাকে ১৫ বার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে।
বর্তমানে আরো একটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন ইন্দ্রাক্ষি। এই ধারাবাহিকে তার নাম হয়েছে লগ্না। তবে এখনও তাকে ১৫ টি বিয়ের জন্য নানাভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হতে হয়। কোথাও কোথাও অভিনেত্রী শ্রাবন্তীর উদাহরণ টেনেও নানা ভাবে নেটিজেনরা তাকে খোঁচা দিয়েই চলেছেন। যদিও ব্যাপারটিকে তিনি মোটেও আমল দিচ্ছেন না।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন