সোমালিয়া ওয়েব নিউজ: নেটিজেনরা রীতিমতো অবাক হয়ে গেছে একটি কুকুরের সাহসী পদক্ষেপে। অনেক ব্যবহারকারী তাকে “ত্রাণকর্তা” বলেছেন, আবার কেউ কেউ বলেছে “জঙ্গলের রাজা”। এক একজন এক একটি বিশেষণে তাকে সম্মানিত করেছে। কিন্তু আসল ঘটনাটা কি আপনারা জানেন? চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি ঘটেছিল আসলে? সর্বশেষ ট্রেন্ডিং ভিডিয়োতে, একটি গৃহপালিত কুকুরের সাহস ইন্টারনেটে সবাইকে হতবাক করে দিয়েছে। ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে একটি সিংহ ও বাঘের লড়াই। কি কারনে এই ঝগড়া সেটা অবশ্য এখনো জানা যায়নি।যখন লড়াই দুজন শক্তিশালী প্রাণীর মধ্যে হয় সেখানে রক্তপাত ছাড়া সেই লড়াই শেষ হয় না। যখন মাংসাশীদের লড়াই হয় তখন সেখানে যেতে কেউ সাহস করে না। অদ্ভুতভাবে এই লড়াই এর সমাধান ঘটিয়েছে একটি কুকুর। ভিডিয়োতে দেখা যাচ্ছে কুকুরটি হলো ল্যাব্রাডর জাতের। ভাইরাল ভিডিয়োটি মনে হচ্ছে বনের নয়, চিড়িয়াখানার। যেখানে সিংহ ও বাঘের মতো বিভিন্ন বন্য প্রাণী রাখা হয়েছে।দেখা গেলো যেই সময় বাঘ এবং সিংহ যখন একে অপরকে কামড়াচ্ছিল এবং আঁচড় দিচ্ছিল, কুকুরটি নিজের মুখ দিয়ে বাঘের মুখ চেপে সিংহের কাছ থেকে টেনে নিয়ে যেতে লাগল। বাঘকে লড়াই থেকে সরিয়ে নেওয়া হয়। বাঘ কুকুরের হাত থেকে নিজেকে মুক্ত করে আবার কুকুরের দ্বারা বাধা দেওয়ার আগেই সিংহের দিকে ছুটে গেল। ভিডিওতে বাঘ এবং কুকুরের অদ্ভুত বন্ধুত্বের নিদর্শন ফুটে উঠেছে।
দর্শকরা এই ভিডিওটি দেখে সত্যি মুগ্ধ হয়েছে। ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে এক্স -এ। ভিডিয়োটি ভিউ পেয়েছে ১৩.৪ মিলিয়ন। যারা টুইটার ব্যবহার করেন তারা মন্তব্য করেছেন যে কুকুরটি তার মৃত্যুর থেকে মাত্র ইঞ্চি দূরে ছিল। তবু সে চেষ্টা করেছে। আসলে কুকুর হলো পরম বন্ধু। ভাইরাল হওয়া ভিডিয়োটি মাইক্রো ব্লগিং সাইট এক্স -এ ২০২৩ সালের ২৯ নভেম্বর পোস্ট করা হয়েছিল। প্রায় ৮ হাজার শেয়ার পেয়েছে ভিডিওটি এবং লাইক পেয়েছে ৮৩ হাজার। এছাড়াও বহু মানুষ বিভিন্ন রকম কমেন্ট করেছেন এই ভিডিওটিতে।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ