October 5, 2025

চাঞ্চল্যকর ঘটনা: খুনের মামলায় আটক মোরগ, তোলা হবে আদালতে

সোমালিয়া ওয়েব নিউজ: এক খুনের মামলায় আটক করা হল এক মোরগকে। এমনকি এই মামলার বিচারের জন্য তাকে তোলা হবে আদালতেও। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি তেলেঙ্গানার জগতিয়াল জেলার। জানা গেছে, সোমবার স্থানীয় ইয়েল্লম্মা মন্দিরের পাশে মোরগ লড়াইয়ের খেলা চলছিল। সেই সময় একটি দুর্ঘটনা ঘটে। মোরগ লড়াই চলাকালীন ৪৫ বছরের টি সতীশের উপর হামলা হয়ে যায়। পরে মৃত্যু হয় সতীশের। এই ঘটনায় ওই মোরগের ওপর দায় বর্তায়। জানা গেছে, মোরগটির পায়ে লড়াইয়ের জন্য ছুরি বাঁধা ছিল। তার সেই ছুরি গিয়ে লেগেছিল সতীশের উরুর উপরের দিকে। ঘটনাটি ঘটেছিল ২২ শে ফেব্রুয়ারি। মোরগটিকে লড়াইয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পায়ে বাঁধা ছিল ছুরি। হঠাৎ করেই সে ছটফট করে ওঠে। সেইসময়ই সেই ছুরি সতীশের উপর গিয়ে লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সতীশ। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ প্রসঙ্গে উল্লেখ‍্য‍, তেলেঙ্গানায় মোরগ লড়াই এমনিতেই আইনবিরুদ্ধ কাজ। তাই এই ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ। তারা তদন্তের জন্য খুনি মোরগটিকে থানায় নিয়ে যায়। এমনকি তার থাকা-খাওয়ার ব্যবস্থা করে। এখন মোরগটিকে নিয়ে কি করা হবে তা ঠিক করবে আদালত। তাই তাকে আদালতে পেশ করা হবে। যদিও পুলিশ জানিয়েছে, মোরগটিকে গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র আটক করা হয়েছে।

Loading