সোমালিয়া ওয়েব নিউজ: বলি পাড়ার চর্চার কেন্দ্রে ‘অ্যানিমাল’। বিতর্ক ছড়ালেও ছবির বক্স অফিসের সাফল্য অস্বীকার করার কোনও উপায় নেই। সম্প্রতি মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলে আয়োজিত হয়েছিল ছবির এলাহি সাকসেস পার্টি। আমন্ত্রিতের তালিকা ছিল বেশ চমকপ্রদ। রণবীর কাপুরের পরিবারের প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এসেছিলেন রণবীরের স্ত্রী আলিয়া ভাট, শ্বশুর মহেশ ভাট, মা নীতু সিং (কাপুর)। এছাড়াও অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা, তৃপ্তি দিমরি ছিলেন পার্টিতে। এই পার্টিতে তাঁর অনুরাগীদের যেন দেহরক্ষীরা না অপমান করেন, এমনও নির্দেশ দিয়ে রেখেছিলেন ববি দেওল। যা মন জিতে নিয়েছে নেটিজেনদের। তবে, ভাইয়ের ছবির সাফল্যের উদ্যাপনে দেখা যায়নি দাদা সানি দেওলকে। ইন্ডাস্ট্রির খবর, সাধারণত এধরনের পার্টি এড়িয়ে চলার চেষ্টা করেন ‘গদর’-এর তারা সিং। এদিনের পার্টিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রযোজক ভূষণ কুমার, সস্ত্রীক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। উল্লেখ্য, সম্প্রতি ‘অ্যানিমাল’-এর নাম না করে এই ছবির চিত্রনাট্যকে ‘বিপজ্জনক’ বলে দাগিয়ে দিয়েছিলেন জাভেদ আখতার। এবার এই প্রসঙ্গে বিবৃতি দিয়েছে ‘অ্যানিমাল’ টিম। রবিবার সোশ্যাল মিডিয়ায় ছবির অফিশিয়াল পেজ থেকে জাভেদকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘আপনার মতো একজন লেখক যদি প্রেমিকের চরিত্রের ভাষা বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিছুই বলার নেই। জুতো চাটার কথা যদি কোনও মহিলা বলত, তাহলে তা নারীবাদ বলে আপনি প্রচার করতেন। প্রেমকে জেন্ডার-পলিটিক্স থেকে মুক্ত হতে দিন।’ যদিও ‘অ্যানিমাল’ টিমের এই মন্তব্য ভালো চোখে দেখেননি নেটিজেনরা। তাঁদের মত, জাভেদ তো কোনও ছবির নাম উল্লেখ করে মন্তব্য করেননি। সেক্ষেত্রে বিষয়টি এই ছবির নির্মাতাদের গায়ে লাগল কেন?
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল