October 6, 2025
winter morning

বঙ্গে শীত বিদায় নিতে চলেছে বিশেষ কারণে, দাবি আবহাওয়াবিদদের

সোমালিয়া ওয়েব নিউজ: শীত আমাদের বেশিরভাগেরই প্রিয় ঋতু। বাংলার রূপবৈচিত্র্যের অনেকখানি জায়গাজুড়ে শীতের অবস্থান। শীতের সকালের রূপ অন্য সব ঋতু থেকে সম্পূর্ণই আলাদা আর সেই শীতের আমেজ যদি দার্জিলিংয়ের ঠাণ্ডা পুরুলিয়ায়! খবরটা শুনেই আশায় বুক বেঁধেছিল বাঙালি। যাক, জানুয়ারির মাঝামাঝি হলেও জাঁকিয়ে শীত তা হলে উপভোগ করা যাবে!শীত পড়েছে ঠিকই। তবে আরও খুব একটা আশার কথা শোনালেন না আবহাওয়া দফতরের কর্তারা। তাঁদের সাফ কথা, এটা এল নিনো-র বছর।ডিসেম্বর মাসের অর্ধেকের বেশি সময় লেপ, কম্বল, জ্যাকেট বের করতে হয়নি অনেককেই।তবে জানুয়ারি মাসে শীতের স্পেল চলছে। এই স্পেল অবশ্য দীর্ঘ হবে না। তবে যেটুকু শীতের আমেজ পাওয়া যায়, সেটাই সবাই চুটিয়ে উপভোগ করতে চাইছেন। ইতিমধ্যে একটি স্যাটেলাইট ছবি কিছুটা হতাশ করেছে হাওয়া অফিসকে। দেখা যাচ্ছে, অন্য বছর এই সময় যে পরিমাণ বরফ পড়ে কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচলে, এবার তার ছিঁটেফোটা নেই। জানা গিয়েছে, ২০২১ সালে এই সময় সব থেকে বেশি বরফ পড়েছিল কাশ্মীর, উত্তরাখণ্ডের পাহাড়ে। আর গত ৭ বছরে এবার সব থেকে কম বরফ পড়ল সেখানে। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েকদিনে বরফ না পড়লে এবার হয়তো ফেব্রুয়ারি থেকেই গরম পড়তে শুরু করবে। কারণ, বছরটা এল নিনোর। বছরের এই সময়টা জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ থাকে বরফের কারণে। গুলমার্গ, সোনমার্গ ঢাকা থাকে বরফের সাদা চাদরে। কিন্তু এবার সেসব উধাও। স্যাটেলাইট ছবি দেখাচ্ছে পাহাড়ের ছবি। সেখানে বরফ নেই। কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে যে বরফ পড়ে, সেই বরফ ছুঁয়ে পূর্ব ভারতে আসে উত্তুরে বাতাস। তবে সেই বাতাস আবার নিম্নচাপের জেরে বাধাও পায়। এবার সেই উত্তুরে বাতাস ঢুকছে খুবই কম। কারণ বরফের অভাব। এমনিতেই মেরেকেটে বঙ্গে শীত ২ মাস থাকে। তার মধ্যে যদি আবহাওয়াবিদদের ধারণা অনুযায়ী ফেব্রুয়ারি থেকেই গরম পড়ে যায় তাহলে তো কৃষক থেকে সাধারণ বাঙালি মুখ ভার হওয়াটাই স্বাভাবিক।

Loading