সোমালিয়া ওয়েব নিউজ: রাত পোহালেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সেজে উঠেছে অযোধ্যা। জানা গিয়েছে, এক বিশেষ ধরনের দুর্বা ঘাস দিয়ে মন্দির এলাকা সাজানো হয়েছে। আর এই ঘাস গিয়েছে হাওড়ার বাগনানের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে।
হাওড়ার বাগনান দুই ব্লকের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মানুষ ফুল চাষ ও বাগিচা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। গোলাপ ছাড়া ও বিভিন্ন মরসুমি ফুল চাষ করে যেমন জীবিকা নির্বাহ করেন এই গ্রাম পঞ্চায়েত হেলেদ্বীপ, বাঁকুড়দহ, ভুলগেড়িয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। শুধু নার্সারি নয়, ইদানীং এই গ্রামের বেশ কিছু মানুষ চাষ করছেন ঘাসও। আকারে ছোট ঘাস বুনে তাকে ফুট হিসাবে বিক্রি করে জীবনধারণ করেন শতাধিক মানুষ। এঁদেরই একজন ভবেশ খাঁড়া জানান, রামমন্দির তৈরির পর চত্বরে যে ঘাস লাগানো হয়েছে তা বাগনান এলাকার। ১৮ হাজার স্কোয়ার ফিট ঘাস সরবরাহ করেছেন তিনি। মোট ২ লক্ষ আশি হাজার টাকার ঘাস গিয়েছে বাগনান থেকে। রাম আবেগে নিজের তৈরি ঘাস বাগনান থেকে অযোধ্যা যাওয়ায় খুশি ভবেশ খাঁড়া ও তাঁর পরিবার। খুশি ফুল চাষিরাও।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক