October 6, 2025

এইভাবেও মাঝ আকাশে জ্বলে ওঠে বিমান!

সোমালিয়া ওয়েব নিউজ: প্রতিদিন কত যাত্রী নিয়ে আকাশ পথে যাত্রা করে বিমান। মাঝে মাঝে দুর্ঘটনার সম্মুখীন হলেও প্রতিদিন নির্বিঘ্নে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তে মানুষ অল্প সময়ের মধ্যে পৌঁছে যান বিমানের মাধ্যমে। তবে সম্প্রতি নেট মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে স্বাভাবিক ভাবেই গায়ে কাটা দেয়। মাঝ আকাশেই আগুন লেগে গেল একটি বিমানে। ভাইরাল হওয়ার ভিডিওটি মাধ্যমে জানা গেছে টেক অফ এর কিছুক্ষণ পরেই এটলাস এয়ার বোয়িং ৭৪৭-৮ বিমানটির ইঞ্জিনে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর ফলেই দুর্ঘটনার সম্মুখীন হয় সেই বিমানটি।জানা গেছে বৃহস্পতিবার রাতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজের গন্তব্যের দিকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বিমানের লেজের দিক থেকে আগুনের শিখা দেখা যায়। এই খবর যাত্রীদের মধ্যে পৌঁছে যাওয়ার পরেই শুরু হয় আতঙ্ক। তবে আগুনের শিখা পাইলটের নজরে আসার পরেই তার বিচক্ষণতায় বিমানটি জরুরী অবতরণের সংকেত পাঠায় কর্তৃপক্ষকে। জরুরি অবতরণের সবুজ সংকেত দেওয়া হলে স্থানীয় সময় রাত প্রায় ১১ টা নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে। সময় মতো পাইলট জরুরি অবতরণের সংকেত পাঠানোর জন্যই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় যাত্রীবাহী সেই বিমানটি।বিমানে আগুন লাগার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোষ্ট হওয়ার পর থেকেই তার রীতিমতো ভাইরাল হয়ে যায়। কয়েক সেকেন্ডে সেই ভিডিও থেকে দেখা যায় বিমানের পিছনের অংশ থেকে আগুনের শিখা বের হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ফুলকি বের হয়েছে বলে জানা গেছে প্রাথমিক তদন্ত মারফত। তবে বিমানটি জরুরি অবতরণ করার ফলেই প্রাণ রক্ষা হয়েছে বহুযাত্রীর।

Loading