সোমালিয়া ওয়েব নিউজ: ছোট বাচ্চাদের ধূমপান দেখে আপনি যদি ইতিমধ্যে আতঙ্কিত না হন তাহলে আপনি জেনে অবাক হবেন পর্তুগালের ছোট্ট একটি গ্রামে গেলে । তাদের মা-বাবারা শিশুদের চকোলেটের বদলে সিগারেট কিনে দেন আর শিশুরাও পরমানন্দে ধূমপান করে। সেখানকার এই ছোট্ট গ্রামটির নাম ভেল দে সুলগেইরো। জানা যায় পর্তুগালের এই প্রত্যন্ত গ্রাম টি বর্তমানেও কুসংস্কার গ্ৰস্ত। সেখানকার রীতি অনুযায়ী শিশুদের পাঁচ বছর হয়ে গেলেই তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় সিগারেট। এটি নাকি ওই গ্রামের রীতি। যুগ যুগ ধরে চলে আসছে এই নিয়ম । ঘটনা প্রসঙ্গে গ্রামবাসীর এক বাসিন্দা গুইলহারমিনা মেথিউস জানান, “তার কন্যার দশ বছর হয়ে গেলে সিগারেট ধরিয়ে দেওয়া হয়। এই গ্রামের নীতি বহু বছর পুরনো এবং এটিকে মান্যতাও দেয় সকলেই। তবে কী কারণে এই নিয়ম তৈরি হয়েছে সেই সম্পর্কে অজ্ঞতা বহু গ্রামবাসী।” আশ্চর্যজনক কুসংস্কারের প্রসঙ্গের বিষয়ে এক লেখক জোস রিবেইরিনহা তার একটি বই ‘ভালে ডি সালগুইরো ফেস্টিভিটিস’-য়ে সব বিস্তারিতভাবে লিখে জানিয়েছেন, পর্তুগালের এই সমস্ত গ্রামে প্রত্যেক বছর জানুয়ারি মাসে মহাসমারোহে আয়োজিত হয় এক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে তার গ্রামের একজন ব্যক্তিকে রাজা সাজানো হয়। যিনি অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যক্তিকে ওয়াইন ও খাবার সার্ভ করে। পাশাপাশি নাচ-গানের মধ্যে আয়োজিত এই অনুষ্ঠানের কর্মসূচী শেষ হলে দশ বছর বয়সী বাচ্চাদের ধুম পান করানো হয়। যদিও পর্তুগালের নিয়ম অনুসারে ৮ বছর বয়স না হলে কোনো মানুষই তামাকজাত দ্রব্য কিনতে পারবে না। স্থানীয় এক অভিভাবক জানিয়েছেন, এতে খারাপ কিছু হয় না। কারণ শিশুরা ধূমপান করতে পারে না। তারা শুধু ধোঁয়া টানে ও ছেড়ে দেয়। এই আজব নিয়ম অবশ্য শুধু উৎসবরে দু’দিনই হয়।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন