October 5, 2025

বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৭৫ ভাগ ইলিশ-ই বাংলাদেশের

সোমালিয়া ওয়েব নিউজ: মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় আর ইলিশ উৎপাদনে প্রথম। বিশ্বে ইলিশ উৎপাদনের ৭৫ শতাংশই বাংলাদেশে হচ্ছে। বর্তমানে সেখানে ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। গবেষণাধর্মী পরিকল্পনা নিয়ে ইলিশের উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় আর ইলিশ উৎপাদনে প্রথম। বিশ্বে মোট ইলিশ উৎপাদনের ৭৫ শতাংশই হচ্ছে বাংলাদেশে। আধিকারিকরা জানান, ২০০৭-০৮ অর্থবছরের বাংলাদেশে ইলিশ উৎপাদন হয় ২ লাখ ৯০হাজার টন। ২০১৭-১৮ অর্থবর্ষে উৎপাদন হয় ৫ লাখ ১৭ হাজার টন। এখন ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ৭১ হাজার টান। মৎস্য এবং প্রাণী সম্পদ বিজ্ঞানী ও আধিকারিকরা জানান, যে হারে ইলিশের উৎপাদন বাড়ছে তাতে আগামী কয়েক বছরে উৎপাদন আরও বাড়বে। বিশ্বের ইলিশ উৎপাদনের প্রায় ৭৫ ভাগই হয় বাংলাদেশে। আগামী দিনে বিশ্বে যে পরিমাণ উৎপাদন হবে তার প্রায় ৮০-৯০ শতাংশ হবে বাংলাদেশে। বাংলাদেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনার সরকার। এখন বছরে দুবার ইলিশ ধরা বন্ধ থাকছে। এই নিষেধাজ্ঞার কারণে সেখানে ইলিশের উৎপাদন বাড়ছে। মৎস্যমন্ত্রী বলেন, ‘২০০১-০২ সালে ইলিশ উৎপাদনের যে প্রবৃদ্ধি ছিল এবং ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিলেন, সেই সময়ের তুলনায় বর্তমানে ইলিশ উৎপাদনের বৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি।’ মৎস্য দফতরের আধিকারিকরা জানান, গত ১০ বছরে দেশে ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ। তাঁরা জানান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের গবেষণা তথ্যের ভিত্তিতে ইলিশ বৃদ্ধির কৌশল সঠিকভাবে বাস্তবায়নের ফলে উৎপাদন বাড়ছে। অক্টোবর মাসে, ইলিশের প্রধান প্রজনন মরশুমে ২২ দিন মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে। বিএফআরআই সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে মোট ৩ প্রজাতির ইলিশ পাওয়া যায়। ডিম ছাড়ার সময় ইলিশ চলে আসে নদীতে। কিন্তু সেই নদীগুলিতে মাছের গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। মৎস্যমন্ত্রী ইলিশের বিচরণপথ সুগম ও নিরাপদ করার দিকে জোর দিচ্ছেন।

Loading