সোমালিয়া ওয়েব নিউজ: এবার মারণ রোগ ক্যান্সার (Cancer) সনাক্তকরণেও বড় ভূমিকা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI)। ক্যানসার রোগটা একটা সময় ছিল অপরাজেয়। তবে আজ বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এই গ্লানি অনেকটাই মুছে গিয়েছে। তাই তো আজ এই রোগকে হার মানিয়ে অনেকেই হেসে-খেলে জীবন কাটাচ্ছেন। তবে এই রোগের মারণ ফাঁদ থেকে মুক্তি পেতে চাইলে দ্রুত রোগ নির্ণয় করা ভীষণই জরুরি। আর এই কাজেই কিছুটা হলেও পিছিয়ে রয়েছে আমাদের দেশ তথা রাজ্য। যার ফল স্বরূপ অনেক ক্যানসার রোগীরই রোগ অনেকটা গড়িয়ে যাওয়ার পরই সমস্যা ধরা পড়ছে। আর ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে যাচ্ছে।যদিও ভালো খবর হল, ইতিমধ্যেই রোগ নির্ণয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে শুরু করেছে বিশ্বের কিছু প্রথমসারির ক্যানসার প্রতিষ্ঠান। আর এই তালিকায় ভারতের এইমস-এর নামও রয়েছে। ক্যানসার চিহ্নিতকরণে এআই-এর ভূমিকা সম্পর্কে কলকাতা শহরের একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের অঙ্কো সার্জারি বিভাগের প্রধান এবং বিশিষ্ট অঙ্কো সার্জেন ডা: সৌমের দাস বলেন, ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে ঠিক সময়ে রোগ চিহ্নিতকরণ খুবই জরুরি। আর এই কাজেই গতি আনবে এআই। কারণ এআই অত্যন্ত দ্রুত গতিতে ক্যানসার চিহ্নিত করতে পারবে। এমনকী এই কাজটি করার সময় যন্ত্রটির দ্বারা তেমন একটা ভুলভ্রান্তি হওয়ার আশঙ্কাও প্রায় নেই বললেই চলে। তাই ক্যানসার নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হল যুগের চাহিদা। এতে চিকিৎসা ব্যবস্থার উন্নতিই হবে। তার সাথে সাথে জটিল থেকে জটিলতর পর্যায়ে ক্যান্সার রোগীকে সনাক্তকরণে স্বল্প সময় সক্ষম হবে এআই।
More Stories
আলকুশি
শিশুর বিকাশে সংগীত শিক্ষা অপরিহার্য: গবেষণা জানাচ্ছে নতুন দিগন্তের কথা
চাঁদের পূর্ণগ্রহণ আজ : আকাশজুড়ে ‘রক্তচাঁদ’-এর বিরল দৃশ্য