সোমালিয়া ওয়েব নিউজ: শীতের মৌসুমে বিবাহ আনুষ্ঠানিকভাবে একটু বেশি হয়ে থাকে সেটা সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদেরও বিয়েবাড়ি জমজমাটি। সোশ্যাল মিডিয়ায় হঠাৎই চোখ পড়ল বিশেষ একটি ছবিতে। আরে এটা মা ধারাবাহিকের ঝিলিক না! সকলেই বলছেন অভিনেত্রী তিথি বসু গোপনে বিয়ে সেরেছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ছবি। লাল টুকটুক বেনারসি, গা ভর্তি সোনার গয়না, সিঁথিতে সিঁদুর- সবমিলিয়ে একেবারে অন্যরকম দেখাচ্ছে তাঁকে। তবে পাশে বসা পাত্রটি কে? তা জানতে আগ্রহী সকলেই। অভিনেতা-অভিনেত্রীদের নানা ধরনের ফটোশ্যুট করতে হয়। এর আগে তিথিকেও দেখা গিয়েছে নানা ছবি তুলতে। তবে এবারে তাঁর রূপ একেবারে অন্যরকম। এমন সিঁদুর পরে সাজ দেখে অবাক সকলেই। কিন্তু, প্রশ্ন হল এমনভাবে সকলকে না জানিয়ে কেন বিয়ে করলেন তিনি? নাকি এই পুরোটাই কোনও প্ল্যান! কী চমক দিতে চান তিথি? বরকেই বা কেন প্রকাশ্যে আনলেন না ঠিকভাবে? ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘সঙ্গে থাকুন আর অপেক্ষা করুন। ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে দীর্ঘ বছর সম্পর্ক ছিল মা সিরিয়ালের ঝিলিকের। যদিও সেই সম্পর্ক একটা সময় ভেঙে যায়। সম্পর্ক ভাঙা নিয়ে সেই সময় তিথি বলেছিলেন, ‘কোনও সম্পর্কে যখন পরিবারের হস্তক্ষেপ বেড়ে যায়, তখন এই ধরনের সমস্যা তৈরি হয় বৈকি। হয়তো মা-বাবারা সন্তানদের ভালো চেয়েই এমনটা করে থাকেন, তবে এর ফলে সম্পর্ক কোথাও একটা হারিয়ে যায়। আমাদের ক্ষত্রেও তাই হয়েছিল।’ তবে এই ব্যাপারে অভিনেত্রী পরিবারকে কোনওরকম দোষ দিতে চাননি। বহুদিন পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণ ভাবে সক্রিয় বলা চলে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল