সোমালিয়া ওয়েব নিউজ: রোহিত শর্মার পর রাজকোট রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) রাজকীয় শতরান। হ্যামস্ট্রিং চোট সারিয়ে ঘরের ছেলে জাডেজা ফের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট (India vs England) সিরিজে ফিরেছেন। কামব্যাক ম্যাচ রাঙিয়ে রাখলেন দুরন্ত শতরান দিয়ে। রাজকোটের সঙ্গে জাডেজার আলাদাই একটা বন্ডিং রয়েছে। ঘরের মাঠে শতরান করলেন রবীন্দ্র জাডেজা। এর আগেও এই মাঠে ভারতের হয়ে শতরান করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় বার টেস্টে শতরান করলেন জাডেজা। বিপদে পড়া ভারতীয় দলকে আরও এক বার বাঁচালেন তিনি। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়েই খেলেন জাডেজা। সেখানেই জন্ম তাঁর। ঘরের মাঠে ঘরোয়া ক্রিকেটে তাঁর গড় ১০০-র বেশি। বৃহস্পতিবার প্রথম সেশনে তিন উইকেট চলে যাওয়ার পর জাডেজাকে নামাতে তাই দেরি করেনি ভারত। রোহিত শর্মার সঙ্গে সেই জাডেজা ২০৪ রানের জুটি গড়েন। ব্যাট হাতে জাডেজা এখন দলের ভরসার জায়গা। দল বিপদে পড়লেই জাডেজা রান করে দলকে বাঁচিয়েছেন। বৃহস্পতিবারও অন্যথা হল না। ভারতের জার্সিতে টেস্টে জাডেজা প্রথম শতরানটি করেছিলেন রাজকোটে। ২০১৮ সালে সেই ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। বার্মিংহ্যামে ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন জাডেজা। আরও এক বার ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন তিনি। দিনের শেষে অপরাজিত রয়ে গেলেন। ২১২ বলে ১১০ রান করে অপরাজিত জাডেজা। রাজকোটের প্রতিটা ঘাস চেনা তাঁর। শুক্রবার সকালেও ভারত চাইবে জাডেজা আরও কয়েক ঘণ্টা ব্যাট করুক। বিদেশের মাটিতে একটিই শতরান রয়েছে জাডেজার। সেটি ইংল্যান্ডের বিরুদ্ধে, ২০২২ সালে বার্মিংহ্যামে।
More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!