সোমালিয়া ওয়েব নিউজ: বাঁধাকপি কিনতে গিয়ে কোটিপতি হয়ে গেলেন এক মহিলা। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে ওই মহিলার ক্ষেত্রে। শুধুমাত্র বাঁধাকপি খাওয়ার ইচ্ছা হয়েছিল। তাই কিছু টাকা নিয়ে দোকানে গিয়েছিলেন। বাঁধাকপি কেনার পর কিছু টাকা বেঁচে গিয়েছিল। ফেরার সময় লটারির দোকানের সামনে দিয়ে আসছিলেন। তখন হঠাৎই তাঁর মনে হয় একটা লটারি টিকিট কিনে ফেললে কেমন হয়। একটু দ্বিধা করেই কিনে ফেলেছিলেন টিকিট। আর তারপর যা হল তা একেবারে অবিশ্বাস্য। সেই টিকিটেই উঠেছে প্রথম পুরস্কার। যার আর্থিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। শুধুমাত্র লটারির টিকিট কেটে এত টাকা পাবেন কখনও ভাবেননি। ওই মহিলার নাম ভ্যানেসা ওয়ার্ড। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। এখন তিনি ওই টাকা দিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না। তবে তিনি শুধু একটা কথাই ভাবছেন, ভাগ্যিস তাঁর বাঁধাকপি খাওয়ার ইচ্ছে হয়েছিল। আর তাই তিনি এত টাকার মালিক হতে পারলেন। না হলে হয়তো এই হঠাৎ পাওয়ার আনন্দ থেকে সারা জীবনের মতো বঞ্চিত থাকতে হতো। জানা গেছে, এখন তিনি চাকরি থেকে অবসর নিয়ে বিশ্ব ভ্রমণ করবেন বলে ভেবেছেন।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন