[04/03, 2:54 pm] Suvajit Ghosh Agai: স্বাস্থ্য সাথী কার্ডে বিনামূল্যে অপারেশন করিয়ে কোন্নগরের বিজেপি কর্মী বলছে আগামী দিনে দিদিকে চাই
সোমালিয়া সংবাদ, কোন্নগর: স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করিয়ে কোন্নগরের বিজেপি কর্মী এখন বলছে আগামী দিনে বাংলায় দিদিকে চাই।কোন্নগরের কালিতলা কলোনী এলাকার বাসিন্দা সন্দীপ সিং পেশায় মোবাইলের ব্যাবসায়ী।দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় বাড়িতেই পরে ছিল সন্দীপ রায়।অসুস্থ অবস্থায় পাশে দাঁড়ায় নি কেউ।অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠা হচ্ছিলনা সন্দীপ সিংয়ের।এই অবস্থায় সন্দীপের জন্য ভগবানের দূত হয়ে আসে মমতা ব্যানার্জীর প্রকল্প স্বাস্থসাথী কার্ড।এই কার্ড নিয়েই সন্দীপ যায় বেলুড়ের শ্রমজীবী হাসপাতলে।সেখানেই এই কার্ডে বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন সম্পূর্ণ হয় সন্দীপের।বাড়ি ফিরে সন্দীপ সিং জানায় রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থসাথী কার্ডের জন্য তার চিকিৎসা হলো সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছি।তাই রাজ্যের গরিব মানুষদের জন্য আগামী দিনে ক্ষমতায় দিদিকেই চাই।এই বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জী বলেন সন্দীপ সিং কোন্নগরে বিজেপি সমর্থক ঠিকই কিন্তু তাদের সরকার ভেদাভেদ দেখে না।সব মানুষকেই পরিষেবা দেয়।কিন্তু বিরোধীরা ভোটের জন্য সরকারের প্রকল্পকে বদনাম করছে।কিন্তু মমতা ব্যানার্জী সিপিএম,বিজেপি,কংগ্রেস দেখে না শুধু মানুষ কিভাবে সুবিধা পাবে সেটাই দেখে।তাই মানুষ আগামী দিনে বাংলার মানুষ বাংলার মেয়েকেই ক্ষমতায় চাইছে।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য