সোমালিয়া সংবাদ, পিংলা: ২৩ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছেন। এমনকি এলাকায় তৃণমূলকে প্রতিষ্ঠা করতে দিনরাত এক করে পরিশ্রম করেছেন। এতদিন পরে তাঁর মনে হয়েছে তিনি ঠিক কাজ করেননি। তাই তাঁর প্রায়শ্চিত্ত করা উচিত। বুধবার তাই তিনি হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে মঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সাক্ষী রেখে চার-চারবার কানে ধরে উঠবস করলেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার চক গোপিনাথপুরে। এদিন বিজেপির পক্ষ থেকে এখানে এক যোগদান মেলার আয়োজন করা হয়। ওই যোগদান মেলায় অনেকেই শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল নেতা সুশান্ত পালও। শুভেন্দু অধিকারী উপস্থিত থাকার সময়েই এলাকার ওই বিশিষ্ট নেতা সুশান্ত পাল ওরফে বাচ্চু কানে ধরে উঠবস করেন। উল্লেখ্য, সুশান্ত পাল দীর্ঘদিন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। এমনকি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সঙ্গেও তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। বর্তমানে সুশান্ত পাল শুভেন্দু অধিকারীর সঙ্গেই হাত মিলিয়েছেন। তিনিও আগামী দিনে এলাকায় বিজেপিকে প্রতিষ্ঠা করতে চান। তাই এদিন তিনি মনে করেছেন এতদিন তৃণমূল করে ঠিকঠাক কাজ করেননি। তাই তিনি প্রকাশ্য মঞ্চে কানে ধরে উঠবস করে প্রায়শ্চিত্ত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন