সোমালিয়া ওয়েব নিউজ : তালিবান শাসিত আফগানিস্তানেই মহিলাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এ কথাই উঠে এসেছিল রাষ্ট্রপুঞ্জে। ওই আলোচনায় রাষ্ট্রপুঞ্জের আফগানিস্তান মিশনের প্রধান রোজা ওতুনবায়েভার একটি বিবৃতি পেশ করে জানান, নারী নিপীড়নের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান। আফগানিস্তানের দখল নেওয়ার পর চুড়ান্ত নৈরাজ্য চালিয়ে যাচ্ছে এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । নিত্যদিন ধর্ষণ বা গনধর্ষণের ঘটনা ঘটেছে আফগানিস্তানে । তালিবানের আদিম লালসার শিকার হচ্ছে ৮ থেকে ৮০ বছরের নারীরা । ফের এক কিশোরীকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেল তালিবান জঙ্গিরা । কিশোরীর বাবা-মা ও পরিবারের অনান্য সদস্যরা বাধা দিতে গেলে রাইফেলের বাঁট দিয়ে তাদের বেদম মারধর করা হয় । অপহরণের ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা গেছে এক বোরখা পরা কিশোরীকে তুলে নিয়ে যাচ্ছে সশস্ত্র জঙ্গিবাহিনী । পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বাধা দিতে গিয়ে জঙ্গিদের হাতে প্রহৃত হচ্ছে । হাহাকার ও চিত্কার করতে শোনা গেছে মহিলাদের । ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের ঘোর প্রদেশের । একটি স্থানীয় সূত্র, এই ভিডিও টেপটি একটি আফগান পত্রিকায় পাঠিয়ে দাবি করেছে যে তালিবানরা তার বাড়ি থেকে ১৭ বছর বয়সী একটি কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে এবং তাদের একজন জঙ্গির সাথে বিয়ে করতে বাধ্য করেছে। সূত্রটি অপহরণকারী তালেবান জঙ্গির নাম শাহ ওয়ালি বলে জানিয়েছে এবং বলেছে যে এই ঘটনাটি গত শনিবার,পাসাবন্দ ঘোর জেলার নুরাক গ্রামে ঘটেছে। সূত্রটি আরও জানায় যে, যখন মেয়েটিকে নিয়ে যাওয়া হয়, তখন তালিবানের জেলা গভর্নর খায়রুল্লাহ খাইরখাহ, পুলিশ প্রধান আব্দুল হামিদ খালিদ, উপ-গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ মুশফাক এবং গোয়েন্দা প্রধান তাওহিদী সহ তালিবানের সমস্ত স্থানীয় কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিল ।এদিকে তালিবানের এই প্রকার কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা । কেউ কেউ মন্তন্য করেছেন,’আফগানিস্তানে আবির্ভূত হওয়া সবচেয়ে অসম্মানজনক দল ।’ আর একজন বলেছেন, ‘তালিবান ইতিহাসের সবচেয়ে অসম্মানিত দল।’আফগানিস্তানে দ্বিতীয় বার ক্ষমতা দখলের পর প্রাথমিক ভাবে তালিবান জানিয়েছিল নারীদের অধিকার হরণের অভিপ্রায় তাদের নেই। কিন্ত পরবর্তী পর্যায়ে স্পষ্ট হয়ে যায় নব্বইয়ের দশকের প্রথম দফার শাসনের মতোই এ বারও তাদের লক্ষ্য, ইসলামের নামে কট্টরপন্থী শাসন প্রতিষ্ঠা করা।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু