সোমালিয়া ওয়েব নিউজ : বাজারের বেশ কয়েক বছর ধরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছোট ১ টাকার কয়েন নিয়ে। এই কয়েন নিয়ে বেশ সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। বহু জায়গায় গ্রহণ করা হচ্ছে না ছোট ১ টাকার কয়েন। অনেক আগে থেকেই ভারতের বাজারে ৫০ পয়সার কয়েন চলে না। এই অবস্থায় অনেকেই প্রশ্ন করছেন ভারতের রিজার্ভ ব্যাংক কি সত্যিই এই কয়েনগুলো বাতিল করে দিয়েছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে শহর অঞ্চলে এই ধরনের কয়েন নিয়ে অসুবিধা না থাকলেও, গ্রামাঞ্চল বা মফস্বল এলাকায় অনেকেই এই কয়েন গ্রহণ করতে চাইছেন না। গুজবের কারণে গাড়িচালক থেকে দোকানদার, এই ধরনের কয়েন নিতে চাইছেন না অনেকেই। এমন অবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কোন কয়েনগুলি ভারতের বাজারে বৈধ ও কোনগুলি অবৈধ। এই অবস্থায় রিজার্ভ ব্যাংকে বলছে বর্তমানে বৈধতা নেই ২৫ পয়সা বা তার থেকে কম মূল্যের কয়েনের। অর্থাত্ ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সা ভারতের বাজারে বৈধ নয়। তবে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এখনো অবৈধ ঘোষণা করা হয়নি ৫০ পয়সার কয়েনকে। উত্পাদন বন্ধ হয়ে গেলেও বাজারে লেনদেন করা যাবে ৫০ পয়সার কয়েন দিয়ে। পাশাপাশি বাজারে একইভাবে লেনদেন করা যাবে ১ টাকার কয়েন, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকার কয়েন দিয়ে। যদি কেউ বা কারা এই ধরনের কয়েন নিতে অস্বীকার করেন তাহলে তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির ৪৮৯ (এ) থেকে ৪৮৯ (ই) ধারায় এফআইআর দায়ের করা হতে পারে।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর