October 6, 2025

অনুব্রতর গড়ে পদ্ম-শিবির থেকে তাহলে কি প্রাক্তন আইপিএস দেবাশিষ ধর?

সোমালিয়া ওয়েব নিউজ : বিচারপতি থেকে আইপিএস তাদের চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে পা রেখেছেন। লোকসভা নির্বাচনের মুখে পদত্যাগ করেছেন আইপিএস অফিসার দেবাশিস ধর। রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। তাঁর আচমকা ইস্তফা বাংলার রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। সম্প্রতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে ইস্তফা দিয়ে তমলুকে বিজেপির প্রার্থী হয়েছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস-এর চাকরি থেকে ইস্তফা দিয়ে দক্ষিণ মালদহ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন। এবার সেই তালিকায় জুড়তে চলেছে প্রাক্তন আইপিএস দেবাশিষ ধরের নাম। সূত্রের খবর শুক্রবার তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন দেশের রাষ্ট্রপতি। কিন্তু ভোটের মুখে কেনই বা চাকরি ছাড়ছেন দেবাশিষ? সূত্রের খবর, অনুব্রত গড় বীরভূমে বিজেপির লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন সদ্য প্রাক্তন IPS দেবাশিষ ধর। তবে দেবাশিষ নিজে এখনও এই বিষয়ে কিছু বললেননি। সংবাদমাধ্যমের খবর দেবাশিষ জানিয়েছেন সমাজ সেবা করতে চান তাই চাকরি থেকে ইস্তফা। প্রসঙ্গত, শেষ লোকসভা নির্বাচনে শীতলকুচিতে ভোট লুঠ রুখতে গিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছিল আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে সে সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিষ ধর। এরপরই দেবাশিষকে সাসপেন্ড করেছিল সরকার। এবার নিজেই চাকরি থেকে ইস্তফা দিয়ে সমাজ সেবায় আগ্রহ প্রকাশ করেছেন দেবাশিষ। অনুব্রত র কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। তাঁর বিরুদ্ধে বীরভূমে দেবাশিসকে দাঁড় করানো হতে পারে।

Loading