সোমালিয়া ওয়েব নিউজ : ক্রিকেটে ফেরার আগে সোমনাথ মন্দিরে পুজো দিলেন মুম্বই অধিনায়ক। এবার ঘরে-বাইরে বিতর্কে জর্জরিত হার্দিক পাণ্ডিয়াকেও (Hardik Pandya) দেখা গেল গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিতে। ২০২৩ সালে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দেখা গিয়েছিল কোহলিকে। কে এল রাহুল ও আথিয়া শেঠিও সেই মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। দুঃসময়ে সেই পথই কি অনুসরণ করলেন হার্দিক পাণ্ডিয়া? সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তাঁর। চলতি আইপিএলে (IPL) তাঁর নেতৃত্বে টানা তিন ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রোহিত শর্মার সঙ্গে অধিনায়কত্ব নিয়ে বিতর্কের জেরেসমস্যার মুখে হার্দিক। তার মাঝেই শুক্রবার গুজরাটের সোমনাথ মন্দিরে (Somnath Temple) পুজো দেন হার্দিক। সাদা পোশাক ও কপালে হলুদ তিলক নিয়ে মন্দিরে উপস্থিত ছিলেন তিনি। পুরোহিতের মন্ত্রপাঠের সঙ্গে সমস্ত নিয়ম পালন করেন ভারতের অলরাউন্ডার। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। এর আগে গুজরাটের জামনগরে ছুটির মেজাজেও দেখা যায় গোটা মুম্বই শিবিরকে। আইপিএল শুরুর আগেই ঘটা করে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে দলে এনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এমনকী, পাঁচ বারের আইপিএল জয়ী রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে অধিনায়কও করা হয়। যা ভালো ভাবে নেননি মুম্বই সমর্থকরা। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ‘মিম’ তৈরি হয়েছে। আইপিএলের ম্যাচ খেলতে যেখানেই গিয়েছেন, সেখানেই ধিক্কার শুনতে হয়েছে। দলের সদস্যদের সঙ্গেও সম্পর্ক তলানিতে। দুঃসময়ে তাহলে কি ঈশ্বরের আশীর্বাদই একমাত্র ভরসা হার্দিকের। খারাপ সময়ের মধ্যেও আশার আলো দেখতে পাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। চোট সারিয়ে দলে ফিরছেন সূর্যকুমার যাদব।
More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!