সোমালিয়া ওয়েব নিউজ : AI নিয়ে প্রাথমিক জ্ঞান ছাত্র-ছাত্রীরা যাতে পেয়ে পারে, তার জন্য অভাবনীয় ভাবনা সংসদের। প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে তথ্য প্রযুক্তি। রেলের সুরক্ষা হোক বা জাতীয় নিরাপত্তা। সমাজের প্রতিটা ক্ষেত্রে বাড়ছে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (AI) ব্যবহার। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভবিষ্য়তে AI-র ব্যবহার জানা না থাকলে মিলবে না কোনও চাকরি। এই আবহে এবার মাধ্যমিক স্তর থেকে কৃত্রিম মেধায় ছাত্র-ছাত্রীদের পারদর্শী করে তোলার পরামর্শ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখ্য, আগামী বছর থেকে একাদশ-দ্বাদশে চালু হচ্ছে অ্যাপ্লাইড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি। জটিল এই বিষয়গুলি সম্পর্কে যাতে আগে থেকে ছাত্র-ছাত্রীদের ধারনা থাকে তাই মাধ্য়মিক স্তরে AI-র মৌলিক কোর্স চালুর পরামর্শ দিয়েছে সংসদ। যদিও বিষয়টি নিয়ে মধ্য়শিক্ষা পর্ষদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সংসদের এক কর্তা। তাঁর কথায়, ‘আমরা চাইছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স ও সাইবার সিকিউরিটির মতো বিষয়গুলি সম্পর্কে দশম শ্রেণীর পড়ুয়াদের একটা প্রাথমিক ধারনা তৈরি হোক। তাহলে একাদশে এই বিষয়গুলি নিলে তাঁদের আর কোনও সমস্যা হবে না।’এই বিষয়টি কতটা কার্যকরী হবে একটা সম্পূর্ণ সময়ের অপেক্ষা।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক