October 5, 2025

অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাঙ্ক, বিজেপি ৩০ আসন পেলে অনুপ্রবেশ বন্ধ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সোমালিয়া ওয়েব নিউজ : বালুরঘাটের সভায় উপস্থিত হয়ে বিজেপির কর্মী, সমর্থকদের আত্মবিশ্বাস বাড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন বাংলায় লোকসভা ভোটে ৩০ আসন পেলে এখানে সীমান্ত টপকে কোনও ‘পরিন্দা’ও ঢুকতে পারবে না যেমন অসমে অনুপ্রবেশ খতম করেছে বিজেপি। ভোট ঘোষণার পর বাংলায় প্রচারে এসে এমনটাই দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। উত্তরবঙ্গ দিয়েই বঙ্গে ভোট প্রচার শুরু করলেন শাহ। আর এখান থেকেই লোকসভা ভোটে বঙ্গ বিজেপি কত আসন পাবে সেই ঘোষণাও করে দিলেন শাহ। বুধবার দক্ষিণ দিনাজপুরে নির্বাচনি জনসভা থেকে। এদিন অনুপ্রবেশকারীরাই মমতার ভোট ব্যাঙ্ক একথা বলেও কটাক্ষ করেন শাহ। প্রসঙ্গত, এর আগে বাংলায় এসে ৩৫টি আসন বিজেপি পাবে বলে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শাহের মুখে শোনা গিয়েছিল ২৫টি আসনের কথা। আর এবার দক্ষিণ দিনাজপুর থেকে বাংলা থেকে ৩০ আসন পাওয়ার ঘোষণা করলেন শাহ। প্রসঙ্গত, বছর খানেক আগে শাহ নিজেই রাজ্যের জন্য ৩৫ আসনের টার্গেট বেঁধে দেন। মাস কয়েক আগে সেটা নিজেই নামিয়ে আনেন ২৫-এ। এখন আবার নিজেই বলছেন, বাংলায় ৩০ আসন চাই। বুধবার বালুরঘাটের বুনিয়াদপুর থেকে সভায় অমিত শাহ বলেন, “এবারে বিজেপির আসন ১৮ থেকে বাড়িযে ৩০ করতে হবে!” শাহের কথায়, ২০১৪-য় দু’টি আসন দিয়েছিলেন, ২০১৯-এ দিলেন ১৮টি আসন। ২০২৪ সালে ১৮ থেকে বাড়িয়ে ৩০ করতে হবে। যাতে বিজেপির ৩৭০ আসন নিশ্চিত হয়। এরসঙ্গেই অমিত শাহ যোগ করেন, বিজেপি আসামে অনুপ্রবেশ খতম করেছে। বাংলায় লোকসভা ভোটে ৩০ আসন পেলে এখানে সীমান্ত টপকে কোনও ‘পরিন্দা’ও ঢুকতে পারবে না। শাহ বক্তব্যের শুরুতেই বলেন, বাংলার মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতারা বহিরাগত। আমি বলতে চাই, আপনি ভারতবর্ষকে এখনও চেনেননি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চেয়েছিলেন কাশ্মীরে ৩৭০ ধারা উঠে যাক। সেই স্বপ্ন সফল করেছেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। ১৬ তারিখে মোদীজি আসছেন। এই সিট আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেব। মোদীজিকে আবার প্রধানমন্ত্রী বানাতে বাংলায় ৩০ আসন পার করতে হবে কি হবে না? আমি নেমেই অধ্যক্ষকে বলেছি, যা ভিড় হয়েছে, এই সভায়, আর কী বলার আছে, নির্বাচনে আপনি জিতেই গিয়েছেন। এই গোটা এলাকায় যে দারিদ্র ছড়িয়েছে, তার করেছে বাম ও তৃণমূল। ২০১৪ সালে এসেছিলাম দুটো আসন দিয়েছিলেন। ১৯ সালে আপনারা ১৮টি আসন দিয়েছেন। ২০২৪ সাল ১৮ থেকে বাড়িয়ে ৩০ করতে হবে। সিএএ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইন নিয়ে ভুল বোঝাচ্ছেন। এমনই বক্তব্য রাখলেন তিনি।তিনি বলেন, “হাত জোড় করে বলতে চাই বাংলার জনগণকে। মমতা দিদি বাংলার লোকদের বোকা বানাচ্ছেন। ভয় না পেয়ে সিএএ-তে আবেদন করুন শরণার্থীরা, সবাইকে নাগরিকত্ব দেব। ভয়মুক্ত হয়ে আবেদন করুন। আপনাদেরও ততটাই অধিকার, যতটা আমার।”

Loading