October 6, 2025

বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারে উপলব্ধি করা যাবে পশুপাখিদের ভাষা! বুঝতে পারবে সাধারন মানুষও!

সোমালিয়া ওয়েব নিউজ : কিছু কিছু প্রাণী আছে যেগুলোকে গৃহপালিত প্রাণী বলা হয়। তারা মানুষের সাথে থেকে মানুষের অভ্যাস গুলোকে বা মানুষের বচন ভঙ্গি গুলোকে দেখে দেখে শিখে যায় এবং কোন এক সময় সেভাবে আচরণ করতে পারে। যার মধ্যে বিড়াল ,গরু-ছাগল অনেক সময় হাঁস-মুরগি ও দেখা যায়। অনেক সময় কিছু প্রজাতির পাখিকেও দেখা যায় মানুষের সাথে মিশে থাকতে এবং মানুষের বিভিন্ন বাচনভঙ্গিতে ব্যবহার করতে। যাদের মধ্যে টিয়াপাখি অন্যতম। কার্যত তারা কোন‌ কথা বলতে না পারায় নিজেদের সমস্যা কথাও মুখ ফুটে বলতে পারে না। তবে মুখে কিছু বলতে না পারলেও গোটা দুনিয়ায় কি ঘটছে তা বুঝতে পারার ক্ষমতা রাখে পশুপাখিরা। তবে তাদের ভাষা শুধুমাত্র তারাই বোঝে কোন মানুষের বোঝার কাম্য নয় তা। তবে বিজ্ঞান এমন একটা কে আবিষ্কার করেছে যার মাধ্যমে পশুপাখিদের উপলব্ধি করার ভাষা এবার বুঝতে পারবে সাধারন মানুষ। ক্যুইন্সল্যান্ড বিস্ববিদ্যালয়ের বিজ্ঞানী এবং এক্সেটার বিশ্ববিদ্যালয়ের একটি ব্রিটিশ দল একটি অভাবনীয় প্রোগ্রাম তৈরি করেছে তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে। বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ডেভলপার বলেছেন এই সফটওয়্যারটি এমন ভাবে তৈরি হয়েছে যারা ইনস্টাগ্রামের ফিল্টারের মতো কোন পিকচার নেই এতে। এখানে স্মার্টফোনে তোলা চিত্রের সাহায্যে প্রাণীজগতে পশুপাখিরা কিভাবে পরিবেশটাকে অবজার্ভ করছে সেই সম্বন্ধে বুঝতে পারবে সাধারন মানুষ। আর মানুষ ও পশুপাখির মধ্যে এক অদৃশ্য মেল বন্ধন তৈরি হলে তবেই সকল কষ্ট থেকে বঞ্চিত পাবে প্রাণীকুলের অবলা জীব। প্রাকৃতিক আমল পরিবর্তন ঘটবে জীব প্রজাতির মধ্যে।

Loading