December 1, 2025

মন্নতের বারান্দায় হাত নেড়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন বাদশা, ভাইরাল ভিডিয়ো

সোমালিয়া ওয়েব নিউজ : ইদের দিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অগণিত ভক্তরা শাহরুখকে দর্শনের জন্য । ইদের দিন বলিউডের কিং মন্নতের বারান্দায় এসে অনুরাগীদের সঙ্গে দেখা করেন। ভক্তদের দিকে চুমু ছুঁড়ে দেন। ১১ এপ্রিল ইদের দিনও সকাল থেকে শাহরুখ ভক্তরা সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করে ছিলেন। কখন তিনি মন্নতের বারান্দায় এসে ভক্তদের দর্শন দেবেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই অনুরাগীদের সেই অপেক্ষার অবসান ঘটল। মন্নতের বাইরে এলেন বলিউড বাদশা শাহরুখ খান। শাহরুখের বাড়ির বাইরে ভক্তদের যেন জনজোয়ার। সাদা পাঠানি কুর্তা সেট পরা আর মাথায় ঝুটি বাঁধা শাহরুখকে দেখেই উচ্ছ্বসিত ফ্যানেরা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করেছেন খোদ বলি বাদশা। ক্যাপশনে লিখেছেন, সকলকে ইদ মোবারক। যাঁরা আমার আজকরের দিনটাকে স্পেশাল করে তুললেন তাঁদেরকে ধন্যবাদ। আল্লাহ তাঁদের মঙ্গল করুক। সকলের মধ্যে ভালোবাসা-আনন্দ ছড়িয়ে দিক। ড্যাডি কুল শাহরুখের সঙ্গে এবার দেখা গেল না ছোট্ট আব্রামকে। প্রসঙ্গত, ২০১৮-তে জিরোর পর একটা লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। ২০২৩- এ পাঠান আর জওয়ানের মতো ব্লকবাস্টার মুভি দর্শককে উপহার দিয়েছিলেন কিং খান। শাহরুখের গ্র্যান্ড কামব্যাকে আনন্দে গদগদ হয়ে গিয়েছিলেন ভক্তরা। মারকাটারি অ্যাকশনে বক্স অফিসে তুফান তুলেছিলেন শাহরুখ।

Loading