October 5, 2025

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই,পাকিস্তানের এক ব্যক্তির দাবি, মন্দির হওয়ায় ‘বৃষ্টির মাধ্যমে আল্লাহর রোষ টের পেয়েছে দুবাই, ভাইরাল সেই ভিডিও!

সোমালিয়া ওয়েব নিউজ : কমবেশি সকলেরই জানা সংযুক্ত আরব আমিরশাহির সবচেয়ে স্মার্ট শহর বিশ্বের প্রায় সমস্ত কোটিপতিদেরই ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশন। মুকেশ আম্বানি থেকে শুরু করে শাহরুখ-সলমান সকলেরই বসবাসের আরেকটি প্রধান ঠিকানা হল এই মরুশহর। কিন্তু আচমকা বিপর্যয়ে বিদ্ধস্ত দুবাই। দুবাইয়ের বিপর্যয়কে নিয়ে সরকারি মিডিয়াম ভাইরাল ভিডিও ঘুরপাক খাচ্ছে। বিএপিএস মন্দির বানিয়েছে বলেই আল্লাহর রোষে পড়েছে দুবাই। এমনই দাবি করল পাকিস্তানের এক ব্যক্তি। তার দাবি, সংযুক্ত আরব আমিরশাহি মূর্তি ভাঙা ব্যক্তিদের দেশ। সেখানে যারা মূর্তিপুজো করে তাদের মন্দির বানানো হয়েছে বলেই আল্লাহ ক্ষুব্ধ হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। পাকিস্তানের এই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘বৃষ্টির মাধ্যমে আল্লাহর রোষ টের পেয়েছে দুবাই। কারণ, সম্প্রতি সেখানে মন্দির বানানো হয়েছে। মূর্তি ভাঙা ব্যক্তিদের জায়গায় মূর্তিপুজো করা ব্যক্তিদের জন্য মন্দির বানানো হয়েছে।’ সোশ্যাল মিডিয়ায় অনেকে এই দাবি সমর্থনও করছে। ফলে পাকিস্তানের সাধারণ মানুষের শিক্ষা ও বোধবুদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে। এ বছরের ফেব্রুয়ারিতে আবু ধাবিতে বোচাসনওয়াসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এটাই আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির। ৭০০ টাকা কোটি ব্যয়ে ২৭ একর জমিতে তৈরি হয়েছে এই মন্দির। ২০১৮ সালে এই মন্দিরের শিলান্যাস করেনছিলেন মোদী। এরপর তিনিই মন্দির উদ্বোধন করেন। সংযুক্ত আরব আমিরশাহি-সহ পশ্চিম এশিয়ায় থাকা হিন্দুরা এই মন্দির হওয়ায় খুশি। কিন্তু পাকিস্তানিরা এই মন্দির নিয়ে অসন্তুষ্ট। সংযুক্ত আরব আমিরশাহির ন্যাশনাল সেন্টার ফর মেটেরলজি পূর্বাভাস দিয়েছে, সোমবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধেবেলা ফের বৃষ্টি হতে পারে। বুধবার আবহাওয়ার উন্নতি হতে পারে। তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আবহাওয়া বিশারদ ড. আহমেদ হাবিব বলেছেন, ‘উদ্বেগের কোনও কারণ নেই। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। গত সপ্তাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা নেই। পশ্চিম উপকূল থেকে সংযুক্ত আরব আমিরশাহির দিকে আসছে মেঘ। এর ফলে হাল্কা বৃষ্টি হতে পারে।’ দুবাইয়ের বন্যা পরিস্থিতির জন্য ‘ক্লাউড সিডিং’-কেই দায়ী করেছেন বিশেষজ্ঞদের একাংশ। অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই বানভাসি হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই।

Loading