October 5, 2025

পিংলায় প্রচার সভায় মুখ্যমন্ত্রী, দেব এবং জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার দেবে নেত্রী মমতা!

সোমালিয়া ওয়েব নিউজ : ষষ্ঠ দফার ভোট আছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। এবারও সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছেন অভিনেতা দেবকে (Actor Dev)। তাঁর সমর্থনেই আজ শুক্রবার পিংলায় প্রচার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আর সেই সভা থেকেই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বড় ঘোষণা করেন তিনি (West Bengal CM)। আর এই ঘোষণার পরেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন ঘাটালের মানুষ। প্রত্যেক বছর বন্যায় ভেসে যায় ঘাটাল! আর এই পরিস্থিতিতে বারবার ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা বলা হলেও তা ঝুলে রয়েছে। বছরের পর বছর কেটে গেলেও প্রতিশ্রুতি বাস্তব হয় না। যদিও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্যই করবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথাই ফের একবার প্রচারে গিয়ে স্পষ্ট করলেন। দেবের হয়ে প্রচারে গিয়ে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, দেব ঘাটালে অনেক কাজ করে। বন্যার সময় নিজে এখানে এসে কাজ করে। মানুষের মুখে খাবার তুলে দেয়। অন্যতম প্রিয় প্রার্থী বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ধীরে ধীরে যে দেব একজন ভালো রাজনীতিবিদ হয়ে উঠেছেন তাও এদিন মেনে নেন তিনি। আর তা বলতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। বলেন, দেব এবং জুন যদি এখান থেকে যদি জিতে, তাহলে মেদিনীপুরকে আর ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমি মেদিনীপুরের মানুষ ঘাটাল মাস্টার প্ল্যান উপহার দেব বলে জানান নেত্রী মমতা। আর এই ঘোষণার পরেই হাততালিতে ভরে যায় গোটা সভাস্থল।‌ এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। ‘চাকরিখেকো’ বলে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। বলেন, “২৬ হাজার চাকরি কেড়ে বলছে চার সপ্তাহে টাকা ফেরত দাও। আপনাকে টাকা ফেরত দিতে বললে পারবেন তো?” মঞ্চ থেকেই প্রশ্ন তোলেন নেত্রী। পাশাপাশি প্রবল গরমে সাত দফায় নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Loading