October 5, 2025

মাসের প্রথম সপ্তাহে, কিছুটা স্বস্তির ”বাতাবরণ” আবহাওয়া দপ্তর তরফে!

সোমালিয়া ওয়েব নিউজ : আবহাওয়া দপ্তর তরফে জানানো হয় রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় রয়েছে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এই জেলাগুলি হল-পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এছাড়াও অন্যান্য জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ঝড়-বৃষ্টির ইঙ্গিত মিলছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যার জেরে মে মাসের ৬ থেকে ১২ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, নদীয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও লোকাল টর্নেডো হতে পারে। বাতাসের গতি হতে পারে ১২০ কিমি। এমনকি হতে পারে অতি তীব্র কালবৈশাখীও। ফলে দক্ষিণ বঙ্গের মানুষজন কিছুটা স্বস্থি পেতে পারে আগামী কয়েকদিন পর থেকেই। তবে আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র দাবদহ চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রবিবার ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ৪২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এমনকি আগামীকাল সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৪২° কাছাকাছি থাকবে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৪০ এর নিচে থাকতে পারে। এমনকি আগামী 5 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হওয়ার পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা কিছুটা কমবে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে ।

Loading